West Bengal Voter List 2026 PDF Download: প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত ২০২৬ সালের খসড়া ভোটার তালিকা (Voter Draft Roll PDF)। এই খসড়া ভোটার লিস্ট মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজেই ডাউনলোড (Download PDF List) করা যাবে।
এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানাবো – কিভাবে খসড়া ভোটার লিস্ট PDF ডাউনলোড করবেন এবং একইসঙ্গে মোবাইল ফোনের মাধ্যমেই বাতিল নামের ভোটার লিস্ট PDF দেখে নিতে পারবেন। এছাড়াও জানতে পারবেন, ২০২৬ সালের খসড়া ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাতিল হয়েছে।
West Bengal 2026 Voter List PDF Download / পশ্চিমবঙ্গের ২০২৬ সালের খসড়া ভোটার লিস্ট PDF ডাউনলোড পদ্ধতি –
১) সর্বপ্রথম আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা সার্ভিস অপশনের মধ্যে Download Electoral Roll PDF এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য (West Bengal), Year Of Revision (2026), রোল টাইপ থেকে – SIR Draft Roll 2026, জেলার নাম ও বিধানসভা সিলেক্ট করুন। এছাড়াও বাংলা ভাষা নাকি ইংরেজি ভাষায় ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন।

৪) এরপর নিচে আপনার উল্লেখিত বিধানসভার সকল ভোট কেন্দ্র অর্থাৎ বুথের নাম ও নং চলে আসবে। এখন খুজে নিন আপনার ভোট কেন্দ্র, এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা বক্সে টিক মার্ক করে উপরে ক্যাপচার কোড উল্লেখ করুন। এরপর Download Selected PDFs এ ক্লিক করুন।

৫) সবকিছু ঠিকঠাক ভাবে উল্লেখ করে Download Selected PDF এ ক্লিক করলেই ভোটার লিস্ট লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখন দেখে নিন আপনার ও পরিবারের বাকি ভোটারদের নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে কিনা।
West Bengal 2026 Voter List PDF Download Link:- ক্লিক করুন
West Bengal ASD Voter List Download / পশ্চিমবঙ্গের বাতিল ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Latest News এর মধ্যে PS wise ASDD list and Minutes of BLO-BLA meeting এই লেখার উপরে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে ASD ( Absent, Shifted & Death) নামের লিস্ট দেখার জন্য – Download ASD List সিলেক্ট করুন। এরপর নিচে আপনার জেলা ও বিধানসভা উল্লেখ করুন।

৪) এরপর নিচে আপনার বিধানসভার অন্তর্গত সকল ভোট কেন্দ্রের নাম চলে আসবে, এখন আপনার বুথের নাম খুঁজে নিয়ে Download এ ক্লিক করুন।
৫) Download এ ক্লিক করতেই, আপনার বুথে কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাঁদ পড়েছে, তাদের নাম ও কেন বাঁদ পড়েছে তা দেখতে পারবেন।
West Bengal Cancel Voter List PDF Download Link:- ক্লিক করুন
