বিহারের উদাহরণ টেনে বাংলায় ‘জঙ্গল রাজ’ মুক্ত করার ডাক, তৃণমূলকে নিশানা মোদীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

শনিবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  মোদী বলেন, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘অরাজক শাসন’ থেকে মুক্তি পেতে চান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই সরকারে‌ই পশ্চিমবঙ্গেও মহা জঙ্গল রাজ চালাচ্ছে।  এদিন মোদী বলেন, “বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি”।  মোদীর কথায়,

গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে আসে।  বিহার আমাদের বিজয়ের পথ দেখিয়েছে।  এবার পশ্চিমবঙ্গের পালা।

আজ কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী একথা গুলো বলেন।  পশ্চিমবঙ্গের বাচ্চারাও বলছে, সব গ্রাম‌ ও সব শহরের জনগণ পরিবর্তন চাইছে।  এছাড়াও ভাসনে‌ বলেন ‘বাঁচতে চাই, বিজেপি তাই।’

এছাড়া মোদী আজ তৃণমূলের এস‌আইআর‌ বিরোধ‌ করা নিয়েও তোপ‌ দাগে‌ তাঁর কথায়, অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এস‌আইআর বিরোধ করছে।  ত্রিপুরার উন্নয়ন নিয়েও কথা বলেন মোদী।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।