Pan Card Correction Online 2026: প্যান কার্ডের ভুল সংশোধন ও ফটো পরিবর্তন অনলাইন মোবাইলে দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্যান কার্ডে যদি নাম ভুল থাকে, কিংবা বাবার নাম, মায়ের নাম বা জন্ম তারিখে কোনো ভুল থাকে, তাহলে এখন আর চিন্তার কিছু নেই। ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে প্যান কার্ড সংশোধন করতে পারবেন। শুধু তাই নয়, প্যান কার্ডে থাকা পুরনো ছবি পরিবর্তন করে নতুন ছবি যুক্ত করা এবং স্বাক্ষর (Signature) আপডেট করার সুবিধাও রয়েছে অনলাইনে বাড়িতে বসে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্যান কার্ড অনলাইন সংশোধনের আবেদন সম্পন্ন হলে, একটি নতুন সংশোধিত প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পাঠানো হবে। পাশাপাশি, আবেদন করার সময় যে Gmail আইডি উল্লেখ করবেন, সেখানে খুব দ্রুত একটি e-PAN Card পাঠানো হবে। ফলে পোস্ট অফিসের মাধ্যমে কার্ড পৌঁছানোর আগেই আপনি ই-প্যান কার্ড জিমেইল আইডি থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, প্যান কার্ড অনলাইন সংশোধনের পর কোথাও কোনো নথি পাঠাতে বা জমা দিতে হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে। তবে এই পরিষেবা নেওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক। নয়তো ডকুমেন্টস আপনাকে পাঠাতে হবে।

তাহলে চলুন, আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জেনে নেওয়া যাক—কিভাবে ঘরে বসে অনলাইনে প্যান কার্ডের যাবতীয় ভুল সংশোধন করবেন।

Pan Card Correction Online Step By Step – প্যান কার্ড সংশোধন অনলাইন

১) সর্বপ্রথম আপনাকে Protean Pan Service এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Protean Pan Service পোর্টালে নিচে থাকা Apply For Pan এ ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে Application Type থেকে Change Or Correction এটি সিলেক্ট করুন। আর Applicant Category থেকে Individual সিলেক্ট করুন।

৪) এরপর নিচে সঠিক নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, জন্ম তারিখ ও প্যান কার্ড নম্বর উল্লেখ করে সাবমিট করুন।

৫) পরবর্তী পেজে Token Number দেখতে পারবেন। এরপর Continue এ ক্লিক করে পরবর্তী ধাপে আসুন।

৬) পরবর্তী পেজে Applicant Documents থেকে PAN Application with supporting documents (Scan, Upload and eSign) এটি সিলেক্ট করুন।

৭) এরপর Physical copy to your home + soft copy on your email ID এটি সিলেক্ট করুন ও নিচে আধার কার্ডের শেষ ৪টি সংখ্যা উল্লেখ করুন ও নাম ও বাবার সঠিক নাম ও বাকি তথ্য উল্লেখ করে Next করুন।

৮) এরপর পরবর্তী পেজে ডকুমেন্টস আপলোড ও ফটো আপলোড করুন ও পেমেন্ট করুন। পেমেন্ট হয়ে গেলে Aadhaar Authentication সম্পন্ন করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Pan Card Correction Online Apply Link:- Click Now 

Pan Card Correction Status Check Online Step By Step

১) প্যান কার্ড সংশোধন হয়ে গেলে, একটি Acknowledgement Number পাবেন, যা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এরজন্য প্যান কার্ডের পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Know Status Of Pan Application এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Application Type থেকে Pan New/Change Request এ ক্লিক করুন। এরপর নিচে ACKNOWLEDGEMENT NUMBER উল্লেখ করুন।

৪) ACKNOWLEDGEMENT NUMBER উল্লেখ করার পর I am not Robot এ ক্লিক করে সাবমিট করুন।

৫) এখন দেখে নিন প্যান কার্ড সংশোধন হয়েছে নাকি হয়নি। এছাড়াও প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হলে তা জানতে পারবেন।

Pan Card Correction Online Status Check Link:- Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।