কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বৃহস্পতিবার কলকাতায় আই-প্যাক এর দু’টি স্থানে অভিযান চালায়। এদিন সল্টলেকের আইপ্যাক দফতর এবং আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি তল্লাশি করে ইডি। অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে রাজ্যের পুলিশকে নিয়ে স্বয়ং হাজির হন। এবং সেই অভিযানে মুখ্যমন্ত্রী প্রশাসনের তরফে বাধা দেওয়ার অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছে ইডি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও ইডি র বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। আজ একই বেঞ্চে একসঙ্গে জোড়া দুই মামলার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে।
এদিন সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ইডির অভিযান কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, দলের নির্বাচনী কৌশল চুরি করার জন্য ইডি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাস্ট্র দপ্তর।
যদিও ইডি জানিয়েছে রাজনৈতিক দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কেবল বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে কলকাতার দুজায়গায় অভিযান চালায় ইডি আধিকারিকরা।
