ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, ৭ জন গ্রেফতার দাবি ইউনূসের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা ও পরে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।  নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস (২৭)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ঘটনার পর বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযানে নেমে সাতজনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

ইউনূস নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, গ্রেফতারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

মুহম্মদ ইউনূস এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘিরে তৈরি হয় দেশজুড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।