রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৭২ ঘণ্টার সময় শেষ হওয়ার আগে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এমনই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিডিও প্রশান্ত বর্মনের নামে যে গুরুতর অভিযোগ উঠে। জানা গেছে, সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা কে অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
এর আগে স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত। আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য পুলিশ। পুলিশের অভিযোগ মতে, জাল নথি ব্যবহার করে অভিযুক্ত প্রশান্ত বর্মন আগাম জামিন পেয়েছেন। আজ শুনানিকালে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন নিম্ন আদালত কেস ডায়েরি না দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া হাইকোর্ট জানায় অভিযোগের তথ্য সঠিক প্রমাণিত না হওয়া পর্যন্ত জামিন দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।
উল্লেখ্য, প্রশান্ত বর্মনের নামে স্বর্ণব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠার পর সামাজিক যোগাযোগমাধ্যম একাধিক পোস্ট ভাইরাল হয় তার বিডিও হওয়ার নিয়ে। শূন্য পেয়েও কিভাবে একজন বিডিও হয়? এছাড়াও বিডিও প্রশান্ত বর্মন উত্তরবঙ্গের আলোচিত মুখ হয়ে উঠেছে।

