West Bengal Helper Job 2025: অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় হেল্পার পদে চাকরির সুবর্ণ সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এই পদে। এই মর্মে রাজ্যের একটি BDO অফিস থেকে অষ্টম শ্রেণী পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন এই পদে? কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে, আবেদনের জন্য যোগ্যতা কি থাকতে হবে? বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– হেল্পার (Helper)।
শিক্ষাগত যোগ্যতাঃ– হেল্পার পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 21 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন। প্রার্থীদের 01/07/2025 তারিখ অনুযায়ী বয়স হিসেব করা হবে।
বেতনঃ– হেল্পার পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে 5000 টাকা করে। এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
ডকুমেন্টসঃ– হেল্পার পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
1) পাসপোর্ট সাইজের কালার ফটো।
2) ভোটার কার্ড।
3) আধার কার্ড।
4) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
5) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
আবেদন পদ্ধতিঃ– হেল্পার পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নোটিশে উল্লেখিত ঠিকানা থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর উপযুক্ত নথি সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
প্রার্থী বাছাইঃ– Helper পদে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফর্ম ফিলাপ করে জমা করতে হবে, এরপর উপযুক্ত নথি সহকারে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে হবে।
গুরত্বপূর্ণ তথ্যঃ– হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, Khagrabari H.C. Vidyapith Ashram Hostel এ।এই পদে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হচ্ছে, এখানে আবেদন করার জন্য Khagrabari গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে।
আবেদন শুরু ও শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য Khagrabari H.C. Vidyapith, Vill+P.O – Khagrabari , GP- Khagrabari, Dist – Cooch Behar এই ঠিকানা থেকে 29/07/2025 তারিখ থেকে 06/08/2025 তারিখের মধ্যে আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ করে নথি সহকারে জমা করতে হবে। আরও বিশদে জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
ইন্টারভিউঃ– হেল্পার পদে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 13/08/2025, সকাল 11 টায় Office Of The Block Development Officer, Cooch Behar II Development Block – এই ঠিকানায় উপস্থিত হতে হবে।
West Bengal Helper Job Recruitment Notification 2025:- Download