রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সকল শিক্ষার্থীরা চিন্তিত।পরীক্ষা হবে কি না?
অবশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তার অবসান ঘটিয়ে পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো যে,মাধ্যমিক পরীক্ষা 2021 ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 আপাতত হচ্ছে না।
West Bengal Board Of Secondary Education এর তরফ থেকে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলে যে,মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2021 জুন মাসে হচ্ছে না।দিন দিন যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে রাজ্য সরকার ৩০শে মে পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করে দিয়েছে। রাত্রিকালীন নাইট কার্ফু জারি করা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম কাজ বন্ধ পাশাপাশি জরুরি ভিত্তিক পরিষেবার অফিস ছাড়া সমস্ত রকম সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আমরা জানি যে, আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিলে মাধ্যমিক পরীক্ষা 2021 এবং ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা ছিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কথা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড অবশেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলো মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হচ্ছে না।পরীক্ষা আপাতত স্থগিত রাখা হলো।পরীক্ষা পরবর্তীতে কবে হবে নাকি পরীক্ষা বাতিল করা হবে তা আগেই জানিয়ে দেওয়া হবে পর্ষদের ওয়েবসাইটে।