253 Bed College Cancel List 2023. 253 B.Ed College List In West Bengal

Published By: MD 360 NEWS | Updated:

পশ্চিমবঙ্গ সরকার 253টি বেসরকারী বিএড কলেজ ছাত্রদের ভর্তির অনুমতি প্রত্যাখ্যান করেছে। 10 নভেম্বর পশ্চিমবঙ্গের মোট 253টি বেসরকারী B.Ed কলেজে যথাযথ পরিকাঠামোর অভাবে আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্র ভর্তির অনুমতি দেওয়া হয়নি। 253 B ED College Cancel List Download

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পশ্চিমবঙ্গের 253 বেসরকারি বিএড কলেজগুলি পরবর্তী সেশনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে পারবে না। এসব কলেজে যথাযথ অবকাঠামোর অভাব রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। শনিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। শিক্ষক প্রশিক্ষণের জন্য যথাযথ পরিকাঠামো নিশ্চিত করার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (এনসিটিই) নির্দেশিকা অনুসরণ না করার জন্য এই প্রতিষ্ঠানগুলিকে অনুমতি দেওয়া বন্ধ করেছে, এক বিশ্ববিদ্যালয়ের আধিকারিক জানিয়েছেন।

b ed college Affiliated list 2022 Download Link:-  Download

b ed college cancel list 2023 download link