আজ থেকে ট্রেন ভ্রমণে খরচ বাড়ছে কত টাকা বেশি দিতে হবে জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ থেকে ভারতীয় রেলওয়ে নতুন ভাড়া কাঠামো কার্যকর করতে চলেছে।  শুধুমাত্র দূরপাল্লার ট্রেনে ভ্রমনের জন্য দিতে হবে টিকিটের অতিরিক্ত টাকা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রেলওয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ট্রেনে ভ্রমনের জন্য কত টাকা বেশি ভাড়া দিতে হবে। আজ থেকে জেনারেল কোচে‌ ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য অতিরিক্ত ১ পয়সা করে ভাড়া দিতে হবে।  অন্যদিকে মেইল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমনের ক্ষেত্রে নন-এসি এবং এসি দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ পয়সা করে টিকিটের জন্য ভাড়া হবে।

এ ছাড়া , যেসব যাত্রী নন-এসি কামরা অর্থাৎ সিলিপার‌ এ‌ ৫০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে।

সর্বোপরি যেসব যাত্রীরা লোকাল ট্রেনে ভ্রমণ করেন, তাঁদের চিন্তা নেই।  রেলের তরফ থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেন ও লোকাল ট্রেনে মান্থলি টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে না।  রেলের পূর্বঘোষিত টিকিটের নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হতে চলেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।