ধর্ষণ মামলায় দোষী প্রাক্তন নেতা বিজেপি কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ, দিল্লি হাই কোর্টের রায় নাকচ করল সুপ্রিম কোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড হয়।  পরে ওই মামলায় তাঁর সাজা স্থগিত রেখে গত ২৩ ডিসেম্বর দিল্লি হাই কোর্ট জামিন মঞ্জুর করে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দিল্লি হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই।  সোমবার সেই জামিনের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।  ফলে আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, সাধারণত কোনও দোষী সাব্যস্ত ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করা হয় না।  তবে সেঙ্গার অন্য একটি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি থাকায় এই পর্যায়ে তাঁকে কোনওভাবেই জেল থেকে মুক্তি দেওয়া হবে না থাকতে হবে জেলেই বিজেপির ওই বিধায়ককে।

উল্লেখ্য, নিজের মেয়ের বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনেও বিক্ষোভ দেখালে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ।  পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার।  এবার শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশ গুচ্ছের তাকিয়ে পুরো দেশবাসী।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।