মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জল পান করে ৮ জনের মৃত্যু হয়েছে। বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছে হাজারেরও বেশি মানুষ।
জানা গেছে, ভাগীরথপুরা এলাকায় নর্মদা জল সরবরাহকারী মূল পাইপলাইনে লিকেজ দেখা দেয়। সেই পাইপলাইনের লিকেজ দিয়ে শৌচালয়ের নোংরা জল পানীয় জলের লাইনে মিশে যায়। যার ফলে দূষিত জল মানুষের বাড়িতে পৌঁছায়। এই জল পান করার পর ইতিমধ্যে মানুষ অসুস্থ হতে শুরু করেছে, এবং মৃত্যু হয়েছে অন্তত আট জনের।
এলাকার মানুষেররা দীর্ঘদিন ধরেই নলের জল নোংরা ও দুর্গন্ধযুক্ত হওয়ার অভিযোগ করলেও প্রশাসন অভিযোগকে গুরুত্ব দেয়নি। ২৪ ডিসেম্বর থেকেই বমি এবং ডায়রিয়া দ্রুত বাড়তে শুরু করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃত পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকরা যখন মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন, তখন সংযম হারান মধ্যপ্রদেশের সংসদ ও মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘ফোকট সওয়াল’ (অপ্রয়োজনীয় প্রশ্ন) বলে তিরস্কার করেন তিনি।

