ছাব্বিশের ভোটের আগে রাজ্যে ইডির হানা। একদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কলকাতা সফর এবং জোরকদমে চলছে সেই সফরের প্রচার। অপরদিকে সেই সফরের আবহের মাঝেই রাজ্যের ভোট কুশলী সংস্থা আই-প্যাকের দুই অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিল।
সেই খবর ছড়াতেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও। এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে। প্রতীক জৈনের বাড়ি ও অফিস দুই জায়গা থেকে ফাইল ও নথি হাতে বেরোতে দেখা যায় মমতাকে।
সেগুলো দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, “আমাদের পার্টির হার্ড ডিস্ক, ক্যান্ডিডেট লিস্ট, ভোটের স্ট্র্যাটেজির নথি সব নিয়ে নেওয়া হয়েছে। এটা কি ইডির কাজ? রাজনৈতিক দলের গোপন তথ্য নিয়ে যাওয়া সরাসরি অপরাধ।”
এছাড়াও এদিন ইডিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন,
প্রতীক জৈন আমার লোক। আই-প্যাক তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম। ইডি অফিসের টেবিলের সমস্ত কাগজপত্র নিয়ে গেছে। এর মানে আমাদের ভোটের কৌশল ট্রান্সফার করা হয়েছে বিজেপিকে।
যদিও মুখ্যমন্ত্রীর হাতে থাকা নথিগুলিতে কোন্ ধরণের তথ্য ছিল, তা নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ইডির অভিযানটি মূলত কয়েক বছর পুরোনো কয়লা পাচার (Coal Scam) ও অর্থপাচার মামলার তদন্তের অংশ। ওই মামলায় আর্থিক লেনদেনের সূত্র ধরে আই-প্যাক এর কর্ণধার প্রতীক জৈনের নাম উঠে আসায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি ও আই-প্যাকের অফিসে তল্লাশি চালানো হয়েছে।

