পড়াশোনা বা চাকরিতে বাইরে? SIR শুনানিতে নিজে যাওয়ার দরকার নেই! জানিয়ে দিল নির্বাচন কমিশন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মোবাইল খুললেই চোখে পড়ছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ঘিরে নানা সালতামামি।  সেই আবহেই বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন।  প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, পড়াশোনা, চাকরি, চিকিৎসা কিংবা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের সূত্রে যেসব ভোটার সাময়িকভাবে রাজ্যের বাইরে বা বিদেশে রয়েছেন, তাঁদের SIR শুনানিতে আর সশরীরে হাজিরা দিতে হবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়াও এদিন কমিশনের তরফ থেকে জানানো হয়, যেসব ভোটারের ভোটার তালিকার সঙ্গে ঠিকানা বা ব্যক্তিগত কোনো তথ্য নিয়ে সমস্যা ধরা পড়েছে ও শুনানিতে ডাকা হয়েছে।  তাঁদের পরিবর্তে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তাদের পরিবারের যে কেউ। তবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ও যথাযথ ডকুমেন্ট জমা দিতে হবে।

উল্লেখ্যযোগ্য, বলা হয়েছে যেসব ভোটারাররা শুনানিতে অংশগ্রহণ করবে না তাদের নথি গ্রহণযোগ্য হবে না কমিশনে।  অপরদিকে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত ERO, AERO এবং মাইক্রো অবজারভারদের মধ্যে নির্দেশিকাটি প্রচারের কথাও বলা হয়েছে।  বলা হয়েছে এর মাধ্যমে অনেকের উপকার হবে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।