এজলাসে হট্টগোলের জেরে থমকে গেল আই-প্যাক–ইডি মামলার শুনানি, পরবর্তী দিন ১৪ জানুয়ারি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলকাতা হাইকোর্টে আই-প্যাক ও ইডি অভিযান ঘিরে দায়ের হওয়া জোড়া মামলার শুনানি আজ শুরুই করতে পারেনি বলে জানা গেছে।  এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার জেরে শুনানি মুলতুবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ দুপুর ২টার পর বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে বসলে বহু মানুষের ভিড়ের জন্য মামলা বিষয়ে কোনো কিছুই শুরু করতে পারেনি।  বিচারপতি ঘোষ একাধিকবার এজলাস খালি করার নির্দেশ দিলেও কোর্টের ভিতরে হট্টগোল শুরু হয়ে যায় কে বের হবে কে হবে না?  শেষ পর্যন্ত চেঁচামেচি ও হট্টগোলের মধ্যে বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান।

মূলত এই মামলার প্রেক্ষাপট আই-প্যাক এর সল্টলেকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের ঘটনাকে কেন্দ্র করে।  ইডির‌ ওই অভিযানে রাজ্য প্রশাসনের ভূমিকা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে ইডি।  এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে এবং মোট ১২ দফা আবেদন পেশ করেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অভিযানের পরেই সাংবাদিকদের সামনে এসে অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ইডিকে ব্যবহার করছে।  যদিও পাল্টা মমতার এই দাবিকে খারিজ করে ৮ তারিখ ইডি‌ তাঁদের নিজস্ব অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দাবি করেন, পুরোনো কয়লা পাচার মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশির অভিযান।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।