WB HS RESULT 2025 PPS ও PPR আবেদন শুরু: সময়সীমা, ফি ও নিয়মাবলী জানুন
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যদি শিক্ষার্থীদের মনে হয় তার প্রাপ্য নাম্বার কম এসেছে, তাহলে সেই পরীক্ষার্থী PPR কিংবা PPS করতে পারবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীরা নিজেরাই PPR/PPS এর জন্য আবেদন জানাতে পারবেন।
বিষয়সূচি
- PPR ও PPS মানে কী, কেন করা হয় ও সুবিধা
- হাইলাইটস
- গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন করতে যা লাগবে
- আবেদন ফি
- গুরুত্বপূর্ণ নির্দেশাবলী
- আবেদনের লিংক
PPR ও PPS মানে কী, কেন করা হয় ও সুবিধা
PPR (Post Publication Review) মানে কী?
PPR এর মাধ্যমে পরীক্ষার্থীর উত্তরপত্রকে পুনরায় মূল্যায়ন বা রিভিউ করা হয়। অর্থাৎ পরীক্ষার্থীর লেখা উত্তরের সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা নাকি নাম্বার আরও বাড়বে, এসব বিষয় পুনরায় দেখা হয়।
PPS (Post Publication Scrutiny) মানে কী?
PPS হলো পুনঃনিরীক্ষণ বা পরীক্ষার্থীর খাতায় জমা পড়া উত্তরপত্রে যোগ-বিয়োগের কোনো ভুল আছে কি না, শুধু সেটা চেক করা হয়। অর্থাৎ PPS এর মাধ্যমে পরীক্ষার্থীদের মূলত সংখ্যাগত যোগের কোনো ভুল আছে কি না, আর ভুল থাকলে সেই প্রশ্নের নম্বর যোগ হয়েছে কি না—তা দেখা হয়।
কেন করা হয় PPR/PPS?
- পরীক্ষার্থীর যদি মনে হয়, তার নাম্বার বাড়তে পারে বা কম হয়েছে।
- কোনো উত্তর যদি ভুলবশত শিক্ষক/শিক্ষিকা না দেখে থাকেন।
- পরীক্ষার খাতায় যোগফলে যদি ভুল হয়ে থাকে।
- যদি কোনো উত্তরের নাম্বার ভুলভাবে কাটা হয়ে থাকে।
PPR/PPS করলে কি সুবিধা পাওয়া যায়?
- নম্বর বাড়তে পারে (কমতেও পারে বা একই থাকতে পারে)।
- সঠিকভাবে নিজের রেজাল্ট বোঝার সুযোগ পাওয়া যায়।
- চাকরি, কলেজ অ্যাডমিশনসহ ভবিষ্যতের সুযোগ কাজে লাগানো সহজ হয়।
হাইলাইটস:
- PPR/PPS করার আগে অফিসিয়াল পোর্টালে প্রথমত রেজিষ্ট্রেশন করতে হবে।
- আবেদন করার সময় রোল নাম্বার ও মার্কশীট নাম্বার দরকার পরবে।
- ভুল তথ্য দিয়ে আবেদন করলে, আবেদন বাতিল হবে।
- PPR/PPS এর নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জানাতে হবে।
- তৎকাল PPR/PPS আবেদনের তারিখ অনুযায়ী ৭ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে।
- নরমাল PPR/PPS এর রেজাল্ট প্রকাশিত হবে ১ মাসের মধ্যে।
- PPR/PPS এর আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- তৎকাল PPS/PPR: ৮ মে ২০২৫, রাত ১২টা থেকে ১১ মে ২০২৫, রাত ১১:৫৯টা পর্যন্ত
- সাধারণ PPS/PPR: ৮ মে ২০২৫, রাত ১২টা থেকে ২২ মে ২০২৫, রাত ১১:৫৯টা পর্যন্ত
আবেদন করতে যা লাগবে:
- রোল নম্বর ও মার্কশিট নম্বর
- নির্ধারিত ফি প্রদান
আবেদন ফি:
- সাধারণ PPS: ₹150/প্রতি বিষয়
- সাধারণ PPR: ₹200/প্রতি বিষয়
- তৎকাল PPS: ₹600/প্রতি বিষয়
- তৎকাল PPR: ₹800/প্রতি বিষয়
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
- PPS সব বিষয়ের জন্য করা গেলেও, PPR সর্বোচ্চ ২টি বিষয়ের জন্য করা যাবে।
- একই বিষয়ের জন্য একসাথে PPS/PPR এবং RTI Act অনুযায়ী কপি চাওয়া যাবে না।
- তৎকাল ফলাফল ৭ দিনের মধ্যে ও সাধারণ ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশিত হবে।
- শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয়ের জন্য আবেদন করা যাবে।
- প্র্যাকটিক্যাল বা অনৈতিকতার রিপোর্ট থাকলে আবেদন গ্রহণযোগ্য নয়।
- ভুল তথ্য দিয়ে আবেদন করলে, আবেদন বাতিল হবে।
আবেদনের লিংক:
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন: https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student
বিঃদ্রঃ: নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।