কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হানায় মৃত্যু হয়েছে পর্যটক বৈষ্ণবঘাটা পাটুলির যুবক বিতান অধিকারীর (Bitan Adhikary)।
কর্মসূত্রে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে আমেরিকায় থাকতেন। স্বামীকে হারানোর পর এবার ভারতের নাগরিকত্ব পেলেন তাঁর স্ত্রী সোহিনী রায়।
শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, নাগরিকত্ব সংশোধন আইন (CAA)-এর আওতায় সোহিনীকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা শংসাপত্র অনুযায়ী, সোহিনী রায় ১৯৮৯ সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭ সালে ভারতে প্রবেশ করেন। প্রয়াত বিতানের দাদা বিভু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন “পরিচয় গোপন করে তাঁর ভাই, পেশায় আইটি কর্মী বিতানকে বিয়ে করেছিলেন সোহিনী। সোহিনীর দুটো জন্ম-শংসাপত্র। উনি আদতে বাংলাদেশের নাগরিক। পরে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিলেন। কিন্তু পরে প্রমাণ হয় সেগুলো ভুয়ো।”
বিভু আরও জানান, “সোহিনী আগে বিতানের সঙ্গে আমেরিকায় থাকতেন। কিন্তু ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতে রয়েছেন। কারণ, ফেব্রুয়ারি মাসে সোহিনীর ভারতীয় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।” যার বিরুদ্ধে এত অভিযোগ করেছিলেন, সেই সোহিনী অবশেষে নাগরিকত্ব পেলেন ভারতের।, সোহিনী বাংলাদেশের নাগরিক। অবশেষে সেই প্রশ্নের জবাব মিলল কেন্দ্রের তরফে নাগরিকত্ব প্রদান করে।
তবে নাগরিকত্বের এই খবরের আগেই বিতান অধিকারীর নামে সোশ্যাল মিডিয়ায় অনুদান সংগ্রহ ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। ‘ইন লাভিং মেমোরি অফ বিতান অধিকারী’ শিরোনামে একটি ফান্ডরেইজার চলছিল, যেখানে এক লক্ষ ডলারের বেশি অর্থ উঠেছিল। বিতানের স্ত্রী সোহিনীর তরফে ক্যাম্পেনটি চালানো হলেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন সেসময় তার নাগরিকত্ব নিয়ে।
ইতিমধ্যে, সুকান্ত মজুমদার শনিবার সাংবাদিকদের বলেন, ‘‘বিতানবাবু, যাঁকে পহেলগাঁওয়ে মারা হয়েছিল, তাঁর স্ত্রী সোহিনী রায়কে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বহু আগেই বিবাহসূত্রে তিনি নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই।’’ আলাদা ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত।
পেহেলগাঁওয়ে যে নারকীয় হামলার শিকার ২৮ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যায়।তাদের বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক বলে প্রথমে জানা গেলেও, পরে জানা যায়, বেশ কিছু বাঙালি পর্যটকও সেখানে রয়েছেন। বিতান তাঁদেরই একজন।