স্কলারশিপ

Aikyashree Scholarship ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন ফরম ফিলাপ ও কি কি ডকুমেন্টস

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree Scholarship) চালু করে। ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে শুরু করে Phd/Diploma কোর্স পর্যন্ত প্রত্যেক পড়ুয়া আবেদন করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঐক্যশ্রী স্কলারশিপ ৩ ধরনেরঃ-
১) পি ম্যাট্রিক স্কলারশিপ(Pre-Matric Scholarship) এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য।
২) পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post-Matric Scholarship): এই স্কলারশিপ একাদশ শ্রেনী থেকে পি এইচডি পর্যন্ত পড়ুয়াদের জন্য।
৩) মেরিট কাম মিনস স্কলারশিপ(Merit Cum Means Scholarship):- এই স্কলারশিপ কারিগরি বা বৃত্তিমূলক পাঠরত পড়ুয়াদের জন্য।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার শর্তঃ-
1) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2) পড়ুয়াকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
3) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা কিংবা তার কম থাকতে হবে।
4) বিগত পরীক্ষায় অর্থাৎ শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) একটি মোবাইল নাম্বার, ওটিপির জন্য।
২) বিগত পরীক্ষায় মার্কশীট।
৩) ব্যাঙ্কের পাশবই।
৪) আধার কার্ড/রেশন কার্ড।
৫) বয়সের প্রমাণপত্র।
৬) ভর্তির রিসিভ কপি।(যদি থাকে)
৭) জাতিগত শংসাপত্র(যদি থাকে)।

Aikyashree Scholarship Online Apply Link:-

 

Related Articles

Back to top button