Aikyashree Scholarship ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন ফরম ফিলাপ ও কি কি ডকুমেন্টস

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree Scholarship) চালু করে। ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে শুরু করে Phd/Diploma কোর্স পর্যন্ত প্রত্যেক পড়ুয়া আবেদন করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঐক্যশ্রী স্কলারশিপ ৩ ধরনেরঃ-
১) পি ম্যাট্রিক স্কলারশিপ(Pre-Matric Scholarship) এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য।
২) পোস্ট মেট্রিক স্কলারশিপ(Post-Matric Scholarship): এই স্কলারশিপ একাদশ শ্রেনী থেকে পি এইচডি পর্যন্ত পড়ুয়াদের জন্য।
৩) মেরিট কাম মিনস স্কলারশিপ(Merit Cum Means Scholarship):- এই স্কলারশিপ কারিগরি বা বৃত্তিমূলক পাঠরত পড়ুয়াদের জন্য।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার শর্তঃ-
1) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2) পড়ুয়াকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
3) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা কিংবা তার কম থাকতে হবে।
4) বিগত পরীক্ষায় অর্থাৎ শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) একটি মোবাইল নাম্বার, ওটিপির জন্য।
২) বিগত পরীক্ষায় মার্কশীট।
৩) ব্যাঙ্কের পাশবই।
৪) আধার কার্ড/রেশন কার্ড।
৫) বয়সের প্রমাণপত্র।
৬) ভর্তির রিসিভ কপি।(যদি থাকে)
৭) জাতিগত শংসাপত্র(যদি থাকে)।

Aikyashree Scholarship Online Apply Link:-

 

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author