স্কলারশিপ

ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন 2022-23 ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন, তার মধ্যে সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ( Aikyashree Scholarship 2022-23)। ঐক্যশ্রী স্কলারশিপ এর নতুন অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিভাবে আপনি Aikyashree Scholarship 2022-23 Online Apply করতে পারবেন, তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 এ ক্লাস ১ থেকে শুরু করে পিএইচডি কোর্স থেকে পেশাদারি, কারিগরি কোর্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন।

ঐক্যশ্রী স্কলারশিপ এর মধ্যে ক্লাস ভিত্তিক ৪ টি ভাগ রয়েছে…

১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপ ( Pre Matric Scholarship 2022):- প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য।

২) পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ( Post Matric Scholarship 2022):- একাদশ শ্রেণি থেকে পিএইচডি কোর্সের জন্য।

৩) মেরিট কাম মিনস স্কলারশিপ ( Merit Cum Means Scholarship 2022):- পেশাদারি এবং কারিগরি কোর্সের পড়ুয়াদের জন্য।

৪) অন্যান্য স্কলারশিপ স্কিম– (SVMCM Scholarship এবং TSP Scholarship)

Aikyashree Scholarship 2022-23 Online Apply Eligibility:-

১) শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা এমন পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।
২) শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে।
৩) বিগত অর্থাৎ শেষ পরীক্ষায় ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে। তবে প্রথম শ্রেণি বাদে।

৪) প্রি ও পোস্ট মেট্রিক এর ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। আর মেরিট কাম মিনস স্কলারশিপ এর জন্য ২.৫ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয় থাকতে হবে।
৫) একটি মোবাইল নাম্বার দিয়ে ১টি আবেদনই করা যাবে।
৬) ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বার থাকতে হবে। কিন্তু প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও চলবে।
৭) একজন ছাত্র/ছাত্রী যেকোনো ১টি স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
৮) অনলাইন আবেদন করার সময় আধার কার্ড নাম্বার জরুরি।
৯) বাংলা শিক্ষা-র ইউনিক আইডি বিদ্যালয় স্তরের ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।
১০) আবেদনকারী ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পত্রের প্রিন্ট আউটের সাথে ব্যাঙ্ক পাশবুকের একটি ফটোকপি জমা দিতে হবে।

Aikyashree Scholarship 2022-23 Documents:-

ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি 2022-23 ( Aikyashree Scholarship 2022-23 Online Apply)

১) প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Student Area তে ক্লিক করে এগিয়ে যান।

৩) এরপর Fresh Registration 2022-2023 এ ক্লিক করুন।

৪) এরপর নাম,ঠিকানা, জন্ম তারিখ,মোবাইল নাম্বার, প্রাপ্ত পরীক্ষার নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে আবেদন করে নিন।

৫) আবেদন হয়ে গেলে শেষে প্রিন্ট কপি টি ডাউনলোড করে প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করে দিন শিক্ষা প্রতিষ্ঠানে

Aikyashree Scholarship Online Apply Link:- Apply

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন ডকুমেন্টস 2022-23 ( Aikyashree Scholarship Documents 2022-23)

১) আবেদন এর কপি।

২) আধার কার্ড।

৩) একাউন্টের পাসবই।

৪) শেষ পরীক্ষার মার্কশীট।

৫) ইনকাম সার্টিফিকেট।

৬) কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

৭) মাধ্যমিক এডমিট কার্ড ( যদি থাকে

Aikyashree Scholarship Helpline Number 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button