দীর্ঘ প্রতিক্ষার অবসান বেশ কিছু শূন্যপদে অঙ্গনওয়াড়ি হেল্পার(Anganwadi Helper Recruitment -AWH) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেক মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। বিবাহিতা ও অবিবাহিতা সকল মহিলা প্রার্থী এই পদে আবেদনের যোগ্য। কিভাবে আবেদন করবেন, তাড়াতাড়ি দেখে নিন।
পদের নামঃ– অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে।
Memo No.105/CDS/DJ-PUL/23 & Date:- 09.11.2023
যোগ্যতাঃ– Anganwadi Helper (AWH) পদে আবেদন করার জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সঃ– আবেদনকারীর বয়স অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
শর্তঃ– যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতিঃ– Anganwadi Helper (AWH) পদে আবেদন করতে হবে অফলাইনে। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। এরপর তা উপযুক্ত ডকুমেন্টস সহকারে ফিলাপ করে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা করে আসুন কিংবা By Post এ পাঠিয়ে দিন।
ডকুমেন্টসঃ– Anganwadi Helper (AWH) পদে আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে –
১) পরিচয় পত্র- আধার কার্ড / ভোটার কার্ড।
২) বয়সের প্রমাণ পত্র – জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড / মাধ্যমিক পাশ সার্টিফিকেট।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান।
৪) ২ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো।
৫) জাতিগত শংসাপত্র – SC/ST/OBC Certificate।
৬) Disibility Certificate – যদি থাকে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– To Block Development Officer, Office of The Block Development Office, Darjeeling Pulbazar Development Block, P.O-Bijanbart, Dist-Darjeeling PIN-734201
আবেদনের শেষ তারিখঃ- 05/12/2023 বিকেল ৫ ঘটিকা।
Website Link:– Click
Notification Download:- Link
Application From Download:- Link
আরও চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক