আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। বিসিসিআই এর তরফ থেকে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুরকে দলে রাখা যাবে না। এদিন বোর্ডের এই নির্দেশ মেনেই বাংলাদেশী পেসার মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা দিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এর আগে বিসিসিআইয়ের চেয়ারম্যান দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমে মোস্তাফিজুরকে কলকাতার হয়ে খেলতে পারবেন না বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হিংসাত্মক ঘটনার অভিযোগ ঘিরে ভারতে বিভিন্ন গ্রুপগুলো প্রতিবাদ করে আসছিল। সেই আবহেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর কেকেআর এ কিভাবে খেলে তা নিয়ে লাগাতার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বাদ দেওয়ার দাবি করে আসলে। এই আবহেই স্পষ্ট করলো কলকাতা নাইট রাইডার্স, আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর খেলতে পারবেন না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
উল্লেখযোগ্য, গত ডিসেম্বরে আইপিএল এর নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দামে দলে নিয়েছিল বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে যা এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নেয়নি। যদিও এটাই ছিল মুস্তাফিজুর রহমানের কলকাতার হয়ে খেলা আইপিএল এ বিভিন্ন টানাপোড়েনে সেটা থেকেও বঞ্চিত বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে আজ মুস্তাফিজুর বাদ পড়লেন আগামী দিনে আইপিএল এ বাংলাদেশের কোনো ক্রিকেটাররা আর খেলতে পারবে না।
