খাদ্য দপ্তরে চাকরি ১৩ হাজার টাকা মাসে, এইভাবে আবেদন করুন

Published By: MD 360 NEWS | Updated:

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। বাঁকুড়ার বর্তমান ADM মহাশয়ের তরফ থেকে অস্থায়ী ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটরের পদে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ইচ্ছুক প্রার্থীদের জন্য নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম:-ডাটা অপারেটর
বয়স সীমা:-40 বছরের কম বয়স হতে হবে(1/01/2021তারিখ অনুযায়ী)।

বেতন:-13,000/-
যোগ্যতা:-কম্পিউটার এপ্লিকেশনে স্নাতক থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
1.আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স বা অন্য যেকোনো পরিচয়ের প্রমাণ পত্র,
2.বয়সের প্রমান পত্র(মাধ্যমিক কের এডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র),
3.শিক্ষা গত যোগ্যতার প্রমাণ পত্র(কম্পিউটার এপ্লিকেশনের সার্টিফিকেট),
উল্লেখ্য, উপরিউক্ত নথিপত্রের ফটোকপিতে প্রার্থীর স্বাক্ষর থাকা আবশ্যক।


আবেদনের পদ্ধতি:– আবেদন করতে হবে অফলাইনে। “The Block Development officer, Joypur, Bankura” এই অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে, নিজে গিয়ে জমা করা যাবে অথবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমেও আবেদন পত্র পাঠানো যাবে। আবদন ফর্মটি ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস একসাথে করে, মুখবন্ধ খামে ভরিয়ে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ:-17/01/2022(05:00pm)তারিখ আবেদন পত্র জমা করার শেষ তারিখ।
শূন্য পদ:-1টি

অফিসিয়াল ওয়েবসাইটঃClick
অফিসিয়াল নোটিফিকেশনঃ- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- Click