চীনে নতুন ভাইরাসের হানা HMPV কি হতে চলেছে কোভিডের পরবর্তী মহামারি?
কোভিড মহামারির পাঁচ বছর পর চীনে আবারও নতুন এক ভাইরাসের হানা। HMPV একধরনের ভাইরাস যার ফলে মানুষের শরীরে শ্বাসপ্রশ্বাসের কষ্ট শুরু হয়।
নতুন বছরের শুরুতেই চীনে নতুন এক ভাইরাস ছড়িয়ে পড়ার খবর বিভিন্ন গনমাধ্যমে সামনে এসেছে, যা দেশজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা HMPV ।
কোভিড মহামারির পাঁচ বছর পর চীনে আবারও নতুন এক ভাইরাসের হানা। জানা গেছে, হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা HMPV নামে পরিচিত এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।বিশেষত শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
কী এই HMPV?
HMPV একধরনের ভাইরাস যার ফলে মানুষের শরীরে শ্বাসপ্রশ্বাসের কষ্ট শুরু হয়। HMPV ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। এটি হাঁচি-কাশি বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে ছড়ায়। এই ভাইরাসের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্ট। এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা এবং নিউমোনিয়ার মতো অন্যান্য রোগের সঙ্গেও দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।
চীনে বর্তমান অবস্থা কেমন ?
চীনে নতুন ভাইরাসের প্রকোপে হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও উঠে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পরিস্থিতি আরও খারাপ হতে দেখা যাচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও এই ভাইরাসকে জরুরি অবস্থার পর্যায়ে সর্তক জারি করে নি।
ভারতে কি HMPV ভাইরাস দেখা দিয়েছে?
ভারত সরকার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা HMPV-এর কোনো কেস শনাক্ত হয়নি। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের (DGHS) আধিকারিক ডাঃ অতুল গোয়েল দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, HMPV অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসের মতোই, যা সাধারণত সর্দি-কাশির কারণ হতে পারে।
https://x.com/PIBDehradun/status/1875165527582375993?t=h25UfklVucFSRb9a7PqqRQ&s=19