সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 2022, দেখুন আবেদন পদ্ধতি
চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে আরও নতুন করে সেভিক ভলেন্টিয়ার ( Civic Volunteer Job New Update) পদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন Civic Volunteer পদে। কিভাবে আবেদন করবেন,কি কি ডকুমেন্টস লাগবে,যোগ্যতা ইত্যাদি সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
Kolkata Police Civic Volunteer Recruitment 2022 Notification:-
পদের নামঃ– সিভিক ভলেন্টিয়ার ( Civic Volunteer Recruitment 2022)
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ।
শূন্যপদঃ– মোট শূন্যপদ ৩০টি।
বয়সঃ– প্রার্থীর বয়স থাকতে হবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে উল্লিখিত ঠিকানায়। সম্পূর্ণ সঠিক ভাবে আবেদন করতে হবে। এছাড়া প্রার্থীর কোনরকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। পাশাপাশি মানসিক ও শারীরিক দুই দিক থেকে প্রার্থীকে ফিট থাকতে হবে।সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীকে কলকাতা পুলিশ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবদন ফর্ম পেয়ে যাবেন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক – http://www.kolkatapolice.gov.in। সমস্ত কাগজগুলি একসাথে সেটে দিয়ে একটি খামে ভরতে হবে। খামের উপর লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER
আবদন ফর্ম পাঠানোর ঠিকানাঃ– Office of the Deputy Commissioner of Police, Central Division,
Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013.
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস যোগ করে অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ– ২৬/০৪/২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফিঃ– এখানে কোনোরকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতিঃ– ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Website Link:– LinkLink
Notification Download Link:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক
Form fill Up Video Link:- দেখুন ভিডিওটা