ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এর শুনানি নিয়ে অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুনানির নিয়মের অসামঞ্জস্যতা এবং মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ক্ষোভ প্রকাশ করে চার পাতার চিঠি পাঠালেন। তিনি এটি নিয়ে তিনবার কমিশনকে লিখলেন চিঠি।
৩ জানুয়ারি পাঠানো ওই চিঠিতে মুখ্যমন্ত্রী SIR র শুনানি নিয়ে গুরুতর অভিযোগ দাগে, চিঠিতে উল্লেখ করেন SIR কাজে শুরু থেকে BLA রা থাকা ও পরিশ্রম করলেও এখন শুনানি পর্বে তাদের নেওয়া হচ্ছে না কেন বাদ , কেন বাদ দেওয়া হচ্ছে BLA দের? এ ছাড়া অভিযোগ করেন, ২০–২৫ কিলোমিটার দূরে কেন্দ্রীয় শুনানিকেন্দ্রে শুনানির হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থদের। কোথাও ৭৯ বছরের অসুস্থ ব্যক্তি, আবার কোথাও ১০৪ বছরের বৃদ্ধাকেও দীর্ঘ পথ পেরিয়ে শুনানিতে যেতে হচ্ছে। এবং নথি জমা দিলেও মিলছে না কোনও রসিদ বা লিখিত প্রমাণ। এছাড়াও এদিন চিঠিতে উল্লেখ করেন বিহারের আর পশ্চিমবঙ্গ দুই রাজ্যে দুই নিয়মে করছে এসাইআর প্রক্রিয়া। যার ফল গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হচ্ছে বলে জানান।
প্রসঙ্গত, এসআইআর বিষয়ে এর আগে নির্বাচন কমিশনের কাছে দু’বার চিঠি পাঠিয়েও কোনও সদুত্তর মেলেনি বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
