রাজ্যে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।যেখানে ছেলে/মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে যোগ্য প্রার্থীদের রুপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে জিমেইলের মাধ্যমে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নাম : Data Entry Operator
শিক্ষাগত যোগ্যতা : এই পদ এ আবেদনকারী ব্যাক্তির অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো বিষয় এ ওপর। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে ।বিশেষ করে Ms Office এর ওপর ( Ms Word ,Ms Excel ,Ms Power point) দক্ষতা থাকতে হবে। এইসব কাজের ওপর টাইপিং স্পীড হতে হবে প্রতি মিনিটে ৩০ টি ওয়ার্ড ।এবং ১ বছর সরকারি বা বেসরকারি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৪o বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।বেতন : ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন দেওয়া হবে ১১,০০০/- টাকা করে প্রতি মাসে ।শূন্যপদ: এই পদের জন্য মোট ৩ টি পদ ফাকা রয়েছে। SC -02 ওO BC(A)-01
আবেদন পদ্ধতিঃ– ডাটা এন্ট্রি অপারেটর পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে।আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমাটে অর্থাৎ আবেগ ফর্মে।আবেদন ফর্ম ডাউনলোড লিংক নিচে রয়েছে। আবেদন ফর্ম ফিলাপ করে সাথে সমস্ত ডকুমেন্টস ঠিকানার প্রমাণ পত্র,বয়সের প্রমাণ,শিক্ষাগত প্রমাণ-সার্টিফিকেট,জাতিগত শংসাপত্র, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ভোটার কার্ড ইত্যাদি জিমেইলে পাঠাতে হবে। ইমেইল আইডিঃ– [email protected]
আবেদন করতে হবে ৩০/০৬/২০২১ বিকেল ৫ টার মধ্যে।
এই পদে শুধুমাত্র কোচবিহার জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।
পরবর্তী কবে পরীক্ষা হবে, Admit Card কবে দিবে ইত্যাদি সমস্ত আপডেট কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।
ওয়েবসাইট লিংকঃ– http://coochbehar.nic.in/
আবেদন ফর্ম ও নোটিশ ডাউনলোড লিংকঃ– http://coochbehar.nic.in/