হেড কনস্টেবল পদে নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে,ছেলে-মেয়ে সবাই

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

স্টাফ সিলেকশন কমিশনের(SSC) মাধ্যমে হেড কনস্টেবল পদে( Head Constable Recruitment 2022) নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। এখানে ভারতের যেকোনো জায়গা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, বেতন কি রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

পদের নামঃ– হেড কনস্টেবল
শূন্যপদঃ– ৫৭৩ টি( পুরুষ) ও ২৮৪ টি(মহিলা)।
বয়সঃ– ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC রা বয়সের ছাড় পাবেন।


বেতনঃ– ২৫ হাজার ৫০০ টাকা থেকে থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন এই পদে, প্রতি মাসে।
যোগ্যতাঃ- উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে বিজ্ঞান ও অঙ্ক বিভাগ নিয়ে।

অথবা

NTC অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের কোর্স করলেও আবেদন করতে পারবেন। পাশাপাশি ১৫ মিনিটে ১০০০ টি ইংরেজি শব্দ প্রেস করার দক্ষতা থাকতে হবে ও বেসিক কম্পিউটার ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে।

আবেদন পদ্ধতিঃ– ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। www.ssc.nic.in এই ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করা যাবে।

আবেদন ফিঃ– ১০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। SC/ ST/ এক্স সার্ভিস ম্যান এবং মহিলা প্রার্থী ছাড়া বাকি সবার জন্য ১০০ টাকা করে আবেদন ফি অনলাইনে জমা করতে হবে ৩০ জুলাই এর মধ্যে।

আবেদনের শেষ তারিখঃ– ২৯ জুলাই ২০২২।

Website Link:- Click

Notification Download Link:- Download

আরও চাকরির আপডেটঃ- দেখুন

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author