প্রযুক্তি দুনিয়ায় আবারো নতুন চমক আনতে চলেছে মার্কিন বিলিয়নেয়ার ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ।
তাঁর AI কোম্পানি xAI এবার শিশুদের কথা মাথায় রেখে তৈরি করতে চলছে এক বিশেষ অ্যাপ বেবি গ্রোক (Baby Grok)।
বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনই এআই (Artificial Intelligence) এখন আমাদের প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে।আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন হয় চোখের নিমেষে। ঘরে-বাইরে, শিক্ষা থেকে বিনোদন এআই ব্যবহৃত হচ্ছে সবখানেই।
সম্প্রতি রবিবার ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, তাঁর কোম্পানি xAI তৈরি করছে ‘বেবি গ্রোক’ নামে একটি অ্যাপ। এখানে থাকবে শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক কনটেন্ট।