চাকরি

মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক পদে সরকারি চাকরি আবেদন পদ্ধতি দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রায় ৪০ হাজার এর ও বেশি শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে(India Post GDS Recruitment 2023) মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ডাক সেবক পদে।কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, ডকুমেন্টস কি কি লাগবে, বেতন কি রয়েছে ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gds Form Fill Up Online 2023. Gds Form Fill Up Online 2023 In Bengali. Gds Form Fill Up Online 2023 West Bengal

Notification No:- 17-21/2023-GDS

পদের নাম:- গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)

শূন্যপদ:- মোট ৪০,৮৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সারা ভারত জুড়ে তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

যোগ্যতা:- শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ, এর পাশাপাশি কম্পিউটার ও সাইকেল চালার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:- আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন:- বেতন দেওয়া হবে মাসিক i) BPM পদে Rs.12,000/- -29,380/-

ii. ABPM/Dak Sevak পদে .10,000/- -24,470/- টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার সময় প্রার্থীর বৈধ মোবাইল নাম্বার ও জিমেইল আইডি উল্লেখ করে ও মাধ্যমিক পাশ সার্টিফিকেট দেখে দেখে নাম,বাবার নাম,বয়স উল্লেখ করে রেজিষ্ট্রেশন করত হবে। অনলাইনে আবেদন করতে হবে www.indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। আবেদন করার সময় প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

আবেদন ফি:- GEN & OBC প্রার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ১০০ টাকা। আর SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন ফি জমা করতে হবে না।

আবেদন করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

আবেদন এডিট/ ভুল সংশোধন করতে পারবেন ১৭ থেকে ১৯ ই ফেব্রুয়ারী পর্যন্ত।

নিয়োগ করা হবে প্রার্থীদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে।

GDS Recruitment 2023 Official Notification:- Download

GDS Online Apply 2023 Link:- Click

গ্রামীণ ডাক সেবক অনলাইন আবেদন পদ্ধতি:- দেখুন ভিডিও 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক

Related Articles

Back to top button