ক্ষুধার সূচকে প্রতিবেশী দেশ নেপাল শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর ভারতের স্থান

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আন্তর্জাতিক: বিশ্ব ক্ষুধা সূচকে ১২৭ টি দেশের মধ্যে ১০৫ তম স্থানে ভারত। এগিয়ে নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ, তবে পিছিয়ে পাকিস্তান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সম্প্রতি গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (GHI) ২০২৪ এর রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে ১২৭টি দেশের মধ্যে ভারত ১০৫তম স্থানে রয়েছে। এটা ভারতের জন্য চিন্তার কারণ, কারণ দেশের অনেক মানুষ এখনও ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। যদিও গত বছর ১২৫ টি দেশের মধ্যে ভারতের স্থান ১১১তম ছিল, এবছর ৬ ধাপ উন্নতি হয়েছে। তবে, এই উন্নতি খুব বেশি আশা জাগায় না দেশের জন্য, কারণ আমাদের অনেক ছোট প্রতিবেশী দেশ, যেমন নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, ভারতের তুলনায় অনেক এগিয়ে রয়েছে।

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান (102তম), বাংলাদেশ (81তম), নেপাল (69তম) এবং শ্রীলঙ্কা (60তম) ।

একটি দেশে অপুষ্টির মাত্রা, পাঁচ বছরের কম বয়সি শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সি শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। বৈশ্বিক, আঞ্চলিক বা জাতীয়-যেকোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এই সূচকগুলো ব্যবহার করা হয়।

বিগত বছর ( ২০২৩) চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করেছে, যা বিশ্বে প্রথমবারের মতো ভারত ইতিহাস করে । পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে।

তবে এই সাফল্যের মধ্যে বিশ্ব ক্ষুধা সূচকের সাম্প্রতিক তালিকা আমাদের দেশের আরেকটি বাস্তব চিত্র সামনে এনেছে। ১২৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০৫তম, যা দেখাচ্ছে ক্ষুধা ও অপুষ্টি এখনও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।