GP বিড়লা স্কলারশিপ 2022 অনলাইন আবেদন ফর্ম দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপ এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো G. P. BIRLA SCHOLARSHIP।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রখ্যাত শিল্পপতি Late Shri G. P. Birla স্বপ্ন ছিলো দেশের তরুণেদর মধ্যে শিক্ষার প্রসার ঘটানো এবং তাঁর সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে এই ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কলারশিপ এ পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।

G. P. BIRLA Educational Foundation এর মূল উদ্দেশ্য হলোঃ-

১) শিক্ষার প্রসার, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের তরুণদের ক্ষমতায়ন করা।

২) মেধাবী এবং অভাবী ছাত্র ছাত্রীদের আরও পড়াশোনা এবং তাদের স্বপ্ন পূরণ করতে সহায়তা করা।

৩) দেশের ভবিষ্যৎ নেতা তৈরি করা।

G. P. BIRLA SCHOLARSHIP 2022 কিভাবে দেওয়া হয়ঃ-

বৃত্তির জন্য ছাত্র-ছাত্রীদের বাছাই করার জন্য, একটি বিশেষজ্ঞ প্যানেল, যার মধ্যে বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট,কলকাতার অধ্যাপক সুমন্ত বসু এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. রাজীব দাস রয়েছে, প্রাপ্ত আবেদনগুলি পর্যালোচনা করবেন এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ নেবে। বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

G. P. BIRLA SCHOLARSHIP Eligibility ( GP বিড়লা স্কলারশিপ 2022) :-

১) উচ্চ মাধ্যমিকে ৮৫% নাম্বার পেতে হবে WBCHSE বোর্ডের পড়ুয়াদের।
২) উচ্চ মাধ্যমিকে ৯০% নাম্বার পেতে হবে ISC/CBSE বোর্ডের পড়ুয়াদের জন্য।
৩) পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
৫) উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান, বাণিজ্য, শিল্পকলা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশনে আন্ডার-গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স সহ পড়াশোনা করতে হবে।

G. P. BIRLA SCHOLARSHIP 2022 Amount (জে পি বিড়লা স্কলারশিপ 2022 কত টাকা):-

G. P. BIRLA SCHOLARSHIP Amount-

১) সীমিত সংখ্যক নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।

২) টিউশন ফি এবং হোস্টেল ফি প্রতি বছর 50,000/-(পঞ্চাশ হাজার টাকা) প্রতি ছাত্র-ছাত্রীকে দেওয়া হয়।

৩) বৃত্তি এক সময়ে এক বছরের জন্য ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে।

৪) অতিরিক্ত এককালীন অর্থ প্রদান, প্রথম বছরে বই কেনার জন্য 7000/- টাকা দেওয়া হবে।

GP বিড়লা স্কলারশিপ আবেদন পদ্ধতি 2022:-

GP বিড়লা স্কলারশিপ 2022 এ অনলাইন ও অফলাইনে দুই ভাবেই আবেদন করা যায়। অফলাইন আবেদন করলে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স একসাথে করে ফর্ম ফিলাপ করে তা নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।

GP বিড়লা স্কলারশিপ 2022 অনলাইন আবেদন করতে গেলে G. P. BIRLA SCHOLARSHIP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Application Option এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

G. P. BIRLA SCHOLARSHIP Documents List:-

GP বিড়লা স্কলারশিপ ২০২২ আবেদন করার জন্য যেসমস্ত ডকুমেন্টস লাগবে-

1) উচ্চ মাধ্যমিক মার্কশীট।
2) কলেজে ভর্তির রসিদ।
3) পারিবারিক বার্ষিক আয়ের / ইনকাম সার্টিফিকেট।
4) পাসপোর্ট সাইজের ফটো

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ-

G. P. BIRLA SCHOLARSHIP এ অফলাইনে আবেদন করলে আবেদন ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে (ওয়েবসাইটে শেষ তারিখ উল্লেখ রয়েছে) G.P Birla Educational Foundation এর ঠিকানায় পাঠাতে হবে ডকুমেন্টস এর জেরক্স সহকারে।

G.P. Birla Educational Foundation, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700 019
(Landmark: Calcutta Ice Skating Rink)

অনলাইন আবেদন করলে কোথাও ডকুমেন্টস পাঠাতে হবে না।

G. P. BIRLA SCHOLARSHIP 2022 Application Form Download Link/ GP Birla Scholarship Application Form 2022 Download Link:-

Download

GP Birla Scholarship Online Apply 2022

১) প্রথমে আপনাকে GP Birla Scholarship 2022 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Application Option এ ক্লিক করুন।
৩) এরপর Please Click Here To Apply এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে নাম,ঠিকানা, বাবার/মায়ের নাম, বাবা/মা কি কাজ করে তা বসিয়ে দিন। জন্ম তারিখ বসিয়ে দিন।
৫) এরপর সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে। অনলাইনে আবেদন করার পর কোথাও ডকুমেন্টস জমা করতে হবে না।

GP Birla Scholarship Online Apply Documents 2022:-

GP Birla Scholarship এ অনলাইনে যে সমস্যা ডকুমেন্টস আপলোড করতে হবে –

১) পাসপোর্ট সাইজের কালার ফটো (30KB JPG)
২) ভর্তির রসিদ ( 2MB PDF)
৩) পরিবারের বার্ষিক আয় সার্টিফিকেট (2MB PDF)
৪) উচ্চ মাধ্যমিক মার্কশীট (2MB PDF)

G. P. BIRLA SCHOLARSHIP Official Website Link:- Click

G. P. BIRLA SCHOLARSHIP 2022 নিয়ে কোনো প্রশ্ন ও জানান থাকলে নিচের নাম্বার ও ঠিকানায় যোগাযোগ করতে পারবেনঃ-

G.P. Birla Educational Foundation

Attn: Chetan Agarwal
78, Syed Amir Ali Avenue,
Kolkata-700019

Phone No: +91 8479915170 (Monday to Friday 11 AM to 5 PM)
Email : [email protected]

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

GP Birla Scholarship Online Apply:- সম্পূর্ণ ভিডিও দেখুন 

GP Birla Scholarship 2022 Last Date:- Last Date for receipt of new application: 31-08-2022