GP Birla Scholarship 2025-26: উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি ও গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship 2025)। মেধাবী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের টাকার অভাব, উচ্চ শিক্ষায় যাতে বাঁধা না হয়ে দাঁড়ায় এর জন্য জিপি বিড়লা স্কলারশিপ শুরু করেন শ্রীমতী নির্মলা বিড়লা, তার স্বামী শ্রী জিপি বিড়লার স্বপ্ন পূরণ করতে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা প্রতি বছর, এর পাশাপাশি এককালীন বই কেনার জন্য ৭০০০ টাকা অনুদান পেয়ে থাকে। ইতিমধ্যেই জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন ও অফলাইন আবেদন শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে GP Birla Scholarship 2025-26 আবেদন পদ্ধতি, যোগ্যতা, ডকুমেন্টস ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫-২৬: আবেদনের যোগ্যতা, সুবিধা, ও আবেদন প্রক্রিয়া
সূচিপত্র
জিপি বিড়লা স্কলারশিপে আবেদনের যোগ্যতা
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫-২৬ এর সুবিধা প্রদান করা হয়ে থাকে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করা শিক্ষার্থীদের। জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে (ছাত্র-ছাত্রী) অবশ্যই ২০২৫ সালে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।
- শিক্ষার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করার পর, ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপের সুবিধা
জিপি বিড়লা স্কলারশিপে শিক্ষার্থীদের কত টাকা (বৃত্তির সুবিধা) করে দেওয়া হয়, দেখে নিন একনজরে:
- কলেজের টিউশন ফি আর হোস্টেল ফি (যদি থাকে) মিলে প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
- প্রথম বছরে একবার ৭,০০০ টাকা দেওয়া হয় বই কেনার জন্য।
- যদি ছাত্র/ছাত্রী ভালোভাবে পড়াশোনা চালিয়ে যায়, তাহলে বৃত্তি প্রতি বছর নতুন করে পাওয়া যাবে।
- এছাড়াও এই সাহায্য স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত পাওয়া যাবে।
প্রয়োজনীয় নথিপত্র
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ উচ্চমাধ্যমিক পাশ করা মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়। আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হয়। জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করতে যেসকল নথিপত্রগুলো লাগবে, তা হলো:
- ছাত্রছাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPG – 100KB)।
- বার্ষিক পারিবারিক আয়ের প্রমাণপত্র (PDF – 1MB)। নিচের যেকোনো একটি হতে পারে:
- ক) বাবা বা মা চাকরি করলে: ফর্ম ১৬ (Form 16) অথবা বেতন শংসাপত্রের (Salary Certificate) কপি।
- খ) যদি চাকরির বাইরে অন্য কোনো পেশায় থাকে তাহলে: তহসিলদার, কাউন্সিলর বা স্থানীয় কর্তৃপক্ষে দেওয়া আয় সনদ (Income Certificate) / আয়কর রিটার্ন কপি।
- দ্বাদশ শ্রেণির মার্কশিট (PDF – 1MB)।
- ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র (যদি ভর্তি হয়ে থাকে), কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রসিদ বা ভর্তি সনদ (PDF – 1MB)। আর যদি ভর্তি এখনও না হয়ে থাকে, তাহলে আবেদন ফর্মে পছন্দের কোর্সের নাম লিখলেই চলবে, সেক্ষেত্রে ফাইল আপলোড করতে হবে না।
আবেদন প্রক্রিয়া
জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ দুইভাবে আবেদন করা যায়। শিক্ষার্থীরা চাইলে অফলাইন মোডে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করলে কোথাও কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না।
একাডেমিক যোগ্যতা
জিপি বিড়লা স্কলারশিপের জন্য ন্যূনতম একাডেমিক যোগ্যতা:
জিপি বিড়লা স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীদের নিচের যেকোনো একটি বোর্ডের পরীক্ষায় উল্লিখিত নম্বর পেলে এই স্কলারশিপের (জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন আবেদন) জন্য আবেদন করতে পারবেন:
- WBCHSE (West Bengal Board): উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে।
- JAC (Jharkhand Board): উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে।
- ISC (Indian School Certificate): পরীক্ষায় ৯০ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে।
- CBSE (Central Board of Secondary Education): পরীক্ষায় ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।
আবেদন ফর্ম পূরণ
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অফলাইনে আবেদন করার জন্য, জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ আবেদন ফর্ম টি সঠিকভাবে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে – G P Birla Educational Foundation, Calcutta Ice Skating Rink, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019 – এই ঠিকানায় পাঠাতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ আবেদন ফর্ম ডাউনলোড লিংক: জিপি বিড়লা স্কলারশিপ আবেদন ফর্ম ২০২৫ PDF ডাউনলোড
অনলাইন আবেদন প্রক্রিয়া
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অফলাইন আবেদনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। জিপি বিড়লা স্কলারশিপে অনলাইন আবেদন করলে কোথাও ডকুমেন্টস পাঠাতে হবে না। অনলাইন আবেদন করার জন্য জিপি বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ও উপরে উল্লিখিত ডকুমেন্টস আপলোড করতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন আবেদন লিংক: জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন আবেদন
আবেদনের স্থিতি যাচাই
জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ অনলাইন আবেদন করার পর, Application No পাওয়া যাবে, যা দিয়ে সহজেই জিপি বিড়লা স্কলারশিপ স্থিতি যাচাই করা যাবে। এর জন্য জিপি বিড়লা স্কলারশিপের পোর্টালে (https://gpbirlaedufoundation.com/application-guide/) এসে Application No ও জন্ম তারিখ দিয়ে সহজেই দেখা যাবে, এছাড়াও কিছু তথ্য আপডেট বা পরিবর্তন করতে হলে সেখান থেকে করা যাবে।
টাকা বিতরণ প্রক্রিয়া
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ এর টাকা দেওয়ার আগে কয়েকটি বিষয় ফলো করা হয়, আর তা হলো:
- আবেদনকারী শিক্ষার্থীদের আবেদন প্রথমত যাচাই করা হয়।
- এরপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।
- যথাযথ সাক্ষাৎকার প্রক্রিয়ার পর, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল জিপি বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- অবশেষে বৃত্তির পরিমাণ চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
আবেদনের শেষ তারিখ
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন ও অফলাইন আবেদন শুরু হয়েছে। জিপি বিড়লা স্কলারশিপের আবেদনের শেষ তারিখ (জিপি বিড়লা স্কলারশিপ লাস্ট ডেট ২০২৫) ১৫-০৭-২০২৫।
আরও তথ্যের জন্য: জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
প্রশ্ন উত্তর পর্ব ( GP Birla Scholarship 2025-26 Question Answer)
১) জিপি বিড়লা স্কলারশিপ কি?
> জিপি বিড়লা স্কলারশিপ হল জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের একটি উদ্যোগ। যার মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হয়, যাতে তারা ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জনে আর্থিক সহায়তা পেয়ে থাকে।
২) জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ আবেদন করার যোগ্যতা?
> ক) শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে।
খ) শিক্ষার্থীদের ২০২৫ সালে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।
গ) WBCHSE/JAC তে ৮৫% অথবা ISC/CBSE তে ৯০% নাম্বার থাকতে হবে।
ঘ) পারিবারিক আয় বছরে ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। ব্যতিক্রমী মেধাবী শিক্ষার্থীরা ট্রাস্টিদের বিবেচনার ভিত্তিতে আয়ের ছাড় পেতে পারেন।
ঙ) ভারতের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রিতে ভর্তি হতে হবে।
৩) জিপি বিড়লা স্কলারশিপ বৃত্তির আওতায় কী কী খরচ কভার করা হয়?
> যে ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক ডিগ্রি বা পেশাদার কোর্সে ভর্তি হয়েছে, তারা এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, হোস্টেল ফি বাবদ প্রতি বছর ৫০ হাজার টাকা এবং বই কেনার জন্য এককালীন ৭ হাজার টাকা সাহায্য পেয়ে থাকে।
৪) জিপি বিড়লা স্কলারশিপ কতদিনের জন্য বৈধ?
> যতদিন স্নাতক পড়াশোনা চলবে (সর্বোচ্চ ৪ বছর), ততদিন ভালো রেজাল্ট থাকলে প্রতি বছর বৃত্তি মিলবে। কিন্তু মাস্টার্স বা স্নাতকোত্তর পড়ার জন্য এই স্কলারশিপ পাওয়া যাবে না।
৫) জিপি বিড়লা স্কলারশিপে কিভাবে আবেদন করবো?
অনলাইন: অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অফলাইন: জিপি বিড়লা স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে, পূরণ করুন এবং পাঠিয়ে দিন – জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, কলকাতা আইস স্কেটিং রিঙ্ক, ৭৮, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, কলকাতা – ৭০০ ০১৯।
৬) জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
> i) দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
ii) পিতা/মাতার আয়ের সনদপত্র।
iii) ভর্তির প্রমাণ পত্র।
iv) পাসপোর্ট আকারের কালার ছবি।
v) প্রয়োজনে অতিরিক্ত কোনও নথিপত্র।
৭) জিপি বিড়লা স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয়?
> জিপি বিড়লা স্কলারশিপের বৃত্তির পরিমাণ চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
৮) আমি যদি ইতিমধ্যেই স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করি, তাহলে কি আমি আবেদন করতে পারবো?
> না, GP Birla Scholarship শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য।
৯) আমি জিপি বিড়লা স্কলারশিপের টাকা পাবে কিনা, কিভাবে জানতে পারবো?
> জিপি বিড়লা স্কলারশিপে আবেদনকারী পড়ুয়াদের আবেদন যাচাই করে, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে। এরপর যথাযথ সাক্ষাৎকার প্রক্রিয়ার পর, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১০) জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ আবেদনের শেষ তারিখ?
> GP Birla Scholarship 2025-26 Last Date 15/07/2025
১১) জিপি বিড়লা স্কলারশিপ যোগাযোগ নাম্বার?
> GP Birla Scholarship Contact Number ✆ +91 8479915170 (সোমবার থেকে শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা)। এছাড়াও GP Birla Scholarship Contact Gmail Id: [email protected]। ঠিকানা – Calcutta Ice Skating Rink 78, Syed Amir Ali Avenue, Kolkata-700019