বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির ফর্ম ফিলাপ করুন, উচ্চ মাধ্যমিক পাশে

Published By: MD 360 NEWS | Updated:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে আরও ২৯২২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নিয়োগ হবে, ইচ্ছুক ও যোগ্য প্রত্যেক ছেলে মেয়ে DEO পদে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– DEO।
শূন্যপদঃ– ২৯২২ টি।
যোগ্যতাঃ
১)উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে।
২) কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট থাকতে হবে।

৩) নিজস্ব জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে ৩টি ধাপে।
১) ১০০ নাম্বারের MCQ লিখিত পরীক্ষার মাধ্যমে। (মোট ৫০ টি প্রশ্ন থাকবে,১ টি প্রশ্ন ২ নাম্বার, ৩টি প্রশ্ন ভুল করলে ১ নাম্বার করে কেটে নেওয়া হবে।মোট ৯০ মিনিটের পরীক্ষা হবে।)
২) ৫০ নাম্বারের কম্পিউটার টেস্ট এর মাধ্যমে।
৩) ডকুমেন্টস ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতিঃ-

১) প্রথমে আপনাকে WEBEL TECHNOLOGY LIMITED এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর সেখানে DEO Online Apply ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও নাম,ঠিকানা, বয়স ইত্যাদি সমস্ত ডিটেইলস দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।

BSK Online Apply 2023 Link:-Apply

Website Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক