HS Result 2024 Link: উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করুন এই ওয়েবসাইটে সবার আগে, দেখুন বিস্তারিত!
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবেন অনলাইনে, সম্পূর্ণ বিনামূল্যে! দেখুন আজকের প্রতিবেদনের মধ্যে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 যে সমস্ত ওয়েবসাইটে সবার আগে দেখা যাবে,দেখুন নিচে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council Of Higher Secondary) থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দিলো, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে চেক করবেন! কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করবেন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করার মোট 13 টি ওয়েবসাইট ও 1 মোবাইল App এর কথা বলা হয়েছে। এই সমস্ত ওয়েবসাইট ও মোবাইল App থেকে পরীক্ষার্থীরা, তাদের রেজাল্ট সহজেই অনলাইনে দেখতে পারবেন।
আজকের প্রতিবেদনের মধ্যে কোন কোন ওয়েবসাইট থেকে সহজেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করা যাবে, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোনো ওয়েবসাইটে রেজাল্ট দেখতে অসুবিধা হলে, দ্বিতীয় ধাপ ফলো করুন কিংবা পরবর্তী ধাপ গুলো ফলো করে রেজাল্ট চেক করে নিন।
How To Check Higher Secondary Result 2024 Online / উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবো?
প্রথম ধাপ,
১) প্রথমে আপনাকে Google এ এসে সার্চ করতে হবে Md 360 News লিখে।
২) এরপর আপনার সামনে Md 360 News ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Md 360 News পোর্টালের হোম পেজ চলে আসবে।
৪) সেখানে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক 2024 রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
৫) ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে Higher Secondary Examination Result – 2024 এর নিচে, আপনার রোল ও নাম্বার উল্লেখ করুন। এরপর নিচে থাকা ক্যাপচার সংখ্যা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৬) আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে। (রোল নাম্বার, উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডের মধ্যে রয়েছে)
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করার ডাইরেক্ট লিংক:- Click
দ্বিতীয় ধাপ,
১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Latest Announcement এর নিচে থাকা West Bengal Council of Higher Secondary Education Examination 2024 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল ও নাম্বার উল্লেখ করুন। নিচে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করে সাবমিট করলেই, রেজাল্ট চলে আসবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবো, ডাইরেক্ট লিংক:- ক্লিক
তৃতীয় ধাপ,
১) প্রথমে আপনাকে www.indiaresults.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে, WB তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে West Bengal Council Of Higher Secondary Education এই লেখার উপরে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে West Bengal 12th Result 2024 (WBCHSE HS Result 2024) এই লেখার উপরে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল ও নং উল্লেখ করে Go তে ক্লিক করে রেজাল্ট দেখে নিন।
West Bengal HS Result 2024 Online Check Link:- ক্লিক
চতুর্থ ধাপ,
১) প্রথমে আপনাকে results.shiksha এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর West Bengal HS (Class 12) Result 2024 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার উচ্চ মাধ্যমিক Admit Card এ থাকা, রোল ও নাম্বার উল্লেখ করুন।
৪) এরপর নিচে থাকা Get Result এ ক্লিক করতেই,আপনার সামনে আপনার উচ্চ মাধ্যমিক রেজাল্ট চলে আসবে।
HS Result 2024 Link:- Click
পঞ্চম ধাপ,
১) প্রথমে আপনাকে fastresult.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর West Bengal 12 Result 2024 লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে CHECK RESULT NOW এ ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে আপনার রোল ও নাম্বার উল্লেখ করে, Check Result এ ক্লিক করুন।
৫) আপনার সামনে রেজাল্ট চলে আসবে, দেখে নিন ভালো ভাবে নাম্বার।
HS Result 2024 Check Website Link:- Click