মাধ্যমিক পাশে কেন্দ্রীয় কৃষি অফিসে চাকরি ২১ হাজার টাকা মাসে,দেখুন
ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের তরফ থেকে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে,ভারতের যেকোনো রাজ্যের মাধ্যমিক পাশ প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
পদের নামঃ- টেকনিশিয়ান
যোগ্যতাঃ-মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
বেতনঃ– 21,700-69,100 টাকা।
বয়সঃ– আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে(10/01/2022)।তবে বয়সের ক্ষেত্রে SC/ST ক্যাটাগরির প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা 3বছরের ছাড় পাবেন। যাঁরা শারীরিক দিক থেকে বিশেষ প্রতিবন্ধী তাঁরা বয়সের ক্ষেত্রে সর্বাধিক 10 বছরের ছাড় পাবেন।
শূন্যপদঃ-মোট 641টি শূন্যপদ রয়েছে।তার মধ্যে কতকগুলি ভাগ রয়েছে সেগুলি নিম্নে উল্লেখ করা হল-
1.রিজার্ভ নয় এমন আসন সংখ্যা 286টি,
2.EWS এর জন্য 61টি,
3.SC এর জন্য 93টি,
4.ST এর জন্য 68টি,
5.OBC(NCL) এর জন্য 133টি
আবেদন ফিঃ– UR,OBC(NCL),EWS ক্যাটাগরির প্রার্থীদের পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ (700টাকা+300টাকা)=1000টাকা দিতে হবে।
মহিলারা ,ST/SC ক্যাটাগরির প্রার্থীরা এবং শারীরিক দিক থেকে বিশেষ প্রতিবন্ধী রা রেজিস্ট্রেশন ফি বাবদ শুধুমাত্র 300 টাকা দিলেই হবে।
আবেদন পদ্ধতিঃ-এই পদের জন্য সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে,নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে আপনারা তাতে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ:-18/12/2021 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 10/01/2022 তারিখ আবেদনের শেষ তারিখ।
পরীক্ষার সেন্টারঃ ভারতের সমস্ত রাজ্যেই এই চাকরির পরীক্ষার সেন্টার আছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা- বর্ধমান, দূর্গাপুর, কল্যাণী, কোলকাতা, শিলিগুড়ি, আসানসোল, সিউড়ি এবং হাওড়ায় পরীক্ষা দিতে পারবে।।
অনলাইন আবেদন লিংকঃ– ক্লিক
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংকঃ- ক্লিক
Official Website Link:– ক্লিক
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক