রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশে সরকারি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে অষ্টম শ্রেণি পাশ কিংবা মাধ্যমিক পাশ যোগ্যতায় ইচ্ছুক মেয়েরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়ো গেলো, কিভাবে আবেদন করবেন দেখুন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….
পদের নামঃ– অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।
যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ ও মাধ্যমিক পাশ।
বয়সঃ– ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে ৯০ নাম্বারের লিখিত পরীক্ষা ও ১০ নাম্বার এর মৌখিক পরীক্ষার মাধ্যমে।
আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে, ইচ্ছুক প্রার্থীদের http://www.coochbeharwb.in/ অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ- ১৭/০৪/২০২৩
Official Website Link:- ডাউনলোড
Online Apply Link:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক