রাজ্যে মাধ্যমিক পাশে সরকারি চাকরির নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করলো। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত রয়েছে, শূন্যপদ কতগুলো, আবেদনের শেষ তারিখ বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।
পদের নামঃ– গ্রামীণ ডাক সেবক – Gramin Dak Sevaks (GDS)
শূন্যপদঃ– গ্রামীণ ডাক সেবক পদে মোট 30041 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ– BPM পদে বেতন রয়েছে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত।
আর ABPM/Dak Sevak পদে বেতন রয়েছে 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত।
যোগ্যতাঃ- আবেদনকারীকে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। পাশাপাশি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। নিজের নাম,ঠিকানা, যোগ্যতা,বয়স ইত্যাদি বসিয়ে ফর্ম সাবমিট করতে হবে। রেজিষ্ট্রেশন করার সময় একটি বৈধ মোবাইল নাম্বার ও জিমেইল আইডি লাগবে।
আবেদন ফিঃ– মহিলা আবেদন প্রার্থী ও SC/ST এবং PWD প্রার্থীদের আবেদন ফি লাগবে না। বাকি সমস্ত প্রার্থীদের 100 টাকা করে আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ– 23/08/2023
Official Website & Online Apply Link:- Click
West Bengal GDS Recruitment 2023 Notification:- Download
Post Office GDS Recruitment Vacancy Notification 2023:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন