মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে চাকরি প্রতিটি জেলা থেকে নিয়োগ
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইতিমধ্যেই আরও বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করলো ইন্ডিয়ান এয়ার ফোর্স। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
রাজ্যের যেকোনো জায়গা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে সারা দেশব্যাপি ইচ্ছুক প্রার্থীদের। ইন্ডিয়ান এয়ার ফোর্স এর তরফ থেকে বিভিন্ন পোস্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– Ayah/Ward Sahayika ( আয়া/ ওয়ার্ড সহায়িকা)
যোগ্যতাঃ– মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি পাশাপাশি এই কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদঃ– ২টি।
বয়সঃ– ১৮ থেকে ২৫ এর মধ্যে বয়স থাকতে হবে। SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– Level 1 অনুয়ায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
পদের নামঃ– Civilian Mechanical Transport Driver( সিভিল মেকানিকাল ট্রান্সপোর্ট ড্রাইভার)
যোগ্যতাঃ– মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই কাজের ওপরে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদঃ– ২ টি।
বেতনঃ– Level 2 অনুয়ায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
পদের নামঃ– Cook(কুক)
যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ থাকলে আবেদন করা যাবে। এছাড়াও উচ্চ শিক্ষা থাকলেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এই কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ২৫ এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদঃ- ৯ টি।
বেতনঃ– লেভেল ২ অনুয়ায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
পদের নামঃ– House Keeping Staff ( হাউস কিপিং স্টাফ)
যোগ্যতাঃ– মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
শূন্যপদঃ– ২ টি।
বয়সঃ– ১৮ থেকে ২৫ এর মাধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। SC/ST/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– লেভেল ১ অনুয়ায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ– ইন্ডিয়ান এয়ার ফোর্স এর তরফ থেকে যেসমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, তার আবেদন জমা নেওয়া হচ্ছে অফলাইনে। যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে আগ্রহী, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিলাপ করে ডকুমেন্টস সহকারে পাঠিয়ে দিতে হবে নোটিশে উল্লেখিত ঠিকানায়। একটি মুখবন্ধ খামে সমস্ত ডকুমেন্টস জেরক্স ও ফর্মটি ভরিয়ে, খামের উপরে লিখতে হবে Applicant For The Post___________(যে পদে আবেদন করতে চান তার নাম)।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ– নিচে দেখুন ঠিকানাটি
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
Website Link:- Apply
Notification Download Link:- Download