ট্রেন্ডিং খবর

জানুয়ারি মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে,দেখুন কোন কোন দিন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ডিসেম্বরের আমেজ কাটিয়ে আমারা নতুন একটা বছরে পা দিতে চলেছি,শুরু হতে চলছে 2022।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরমধ্যে আগের বছর গুলির মতো যথারীতি নিয়মানুযায়ী এবছরও বিভিন্ন ছুটি-ছাটা
রয়েছে।

তবে নতুন বছরে পা দেওয়ার আগে আপনাদের নতুন বছরের ছুটির দিনগুলি সম্পর্কে অবগত হতে হবে, নাহলে হয়রানির শিকার হতে পারেন।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন বছরের জানুয়ারি মাসে-র ব্যাংকের ছুটি সমন্ধিত একটি নোটিশ জারি করেছে, মূলত এই নোটিশে বলা হয়েছে যে বিভিন্ন ছুটির কারণে ব্যাংকগুলি টানা 14দিন যাবৎ বন্ধ থাকবে।

তাই সেক্ষত্রে আপনাদের যদি ব্যাংকে কোনো জরুরি কাজ থেকে থাকে তাহলে ছুটির আগেই তা সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাহলে একটানা 14দিন ছুটি থাকায় আপনি সমস্যায় পড়তে পারেন।

তবে ,এইসমস্ত ছুটি রাজ্যভেদে ভিন্ন ভাবে কার্যকর হবে অর্থাৎ সব রাজ্যে একই ছুটি প্রযোজ্য হবে না।

জানুয়ারিতে ব্যাংকের মোট ছুটির দিন গুলির মধ্যে 4টি রবিবার রয়েছে, এছাড়াও রবিবার ব্যতীত মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংগুলি বন্ধ থাকবে বলে নোটিশে বলা হয়েছে।

জেনে নিন নতুন বছরের কোন কোন দিনগুলিতে থাকছে ছুটি: January 2022 bank holiday list

১লা জানুয়ারি, শনিবার, বছরের প্রথমদিন

২রা জানুয়ারি, রবিবার

৩ রা জানুয়ারি, সোমবার, সিকিমে নববর্ষ এবং লাসুং ছুটির দিন হবে

৪ ঠা জানুয়ারি, মঙ্গলবার, সিকিমে লাসুং উৎসব ছুটি হবে

৯ ই জানুয়ারি, রবিবার, সারা দেশে গুরু গোবিন্দ সিং জয়ন্তী, সারা দেশে সপ্তাহের ছুটি

১১ ই জানুয়ারি, মঙ্গলবার, মিজোরাম মিশনারি দিবস

১২ ই জানুয়ারি, বুধবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন

১৪ ই জানুয়ারি, শুক্রবার, মকর সংক্রান্তি

১৫ ই জানুয়ারি, শনিবার, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি, তামিলনাড়ুতে পোঙ্গলের ছুটি থাকবে

১৬ ই জানুয়ারি, রবিবার

২৩ শে জানুযারি, রবিবার, নেতাজি সুভাষচন্দ্র-এর জন্মদিন

২৫ শে জানুয়ারি, মঙ্গলবার, রাজ্য স্থাপনা দিবস (হিমাচল প্রদেশ)

২৬ শে জানুয়ারি, বুধবার, প্রজাতন্ত্র দিবসে সারা দেশে ছুটি থাকবে।

৩১ শে জানুয়ারি, সোমবার, আসামে ছুটি থাকে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক 

Related Articles

Back to top button