উচ্চ মাধ্যমিক পাশে জেলা আদালতে সরকারি চাকরি আবেদন করুন!
পশ্চিমবঙ্গে আরও একটি নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এই পদে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে।
পদের নামঃ– স্টেনোগ্রাফার
বয়সঃ– স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ০১/০১/২০২৩ অনুয়ায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ– প্রতি মাসে বেতন রয়েছে ১৩ হাজার ৫০০ টাকা করে।
যোগ্যতাঃ– আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট থাকতে হবে স্টেনোগ্রাফি এর ওপর।এবং কম্পিউটার এর উপর দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ– যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট সময়ের মধ্যে, উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
ডকুমেন্টসঃ–
১) আবেদন ফর্ম।
২) মাধ্যমিক এডমিট কার্ড।
৩) পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
৪)ভোটার কার্ড/ আধার কার্ড।
৫) ৩ কপি কালার পাসপোর্ট সাইজের ফটো।
৬) আবেদন মূল্যের ডিমান্ড ড্রাফট।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন ফিঃ- ৩৫০ টাকা আবেদন ফি। নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংকে ক্লিক করে,সেখানে থাকা উল্লেখিত Bank Account এ টাকা টা জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার ঠিকানাঃ– The Chairperson, District Legal Services Authority, Kalimpong”. Address:- District Judges’ Court Complex, Kalimpong. Pin-734301
আবেদনের শেষ তারিখঃ– ১৬/১০/২০২৩।
Website Link:– ক্লিক
Official Notification Download Link:- ডাউনলোড
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক