চাকরি

মাধ্যমিক পাশে কলকাতায় চাকরি ৩০ হাজার টাকা মাসে,দেখুন বিস্তারিত Kolkata Job News 2021. Kolkata Job 2021 Recruitment. Kolkata Museum Recruitment 2021 Notice & Pdf

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকুরী প্রার্থীদের জন্যে সুখবর ,উচ্চমাধ্যমিক পাশকারী ব্যক্তিদের জন্য কলকাতা মিউজিয়াম এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হলো।কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে। National Council of Science Museums এর তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নোটিফিকেশন নংঃ- Advertisement No. 03/2021। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– 1) অফিস অ্যাসিস্ট্যান্ট (Gr.- III)
শিক্ষাগত যোগ্যতা: এই পদ এ আবেদন করতে গেলে আবেদনকারীর যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতূল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সাথে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
শূন্য পদ :মোট শূন্যপদ- ১ টি (UR)।
২)জুনিয়র স্টেনোগ্রাফার: এখানে আবেদনকারীর যোগ্যতা উচচমাধ্যমিক পাশ হতে হবে ।
তার সাথে সঙ্গে প্রতি মিনিটে শর্টহ্যান্ড টাইপিং স্পিড হতে হবে ৮০ টি শব্দ।
মোট শূন্যপদ– ১ টি (UR)।

3)টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল): এই পদের জন্য আবেদনকারীর যোগ্যতা মাধ্যমিক পাশ থাকতে হবে , তার সাথে IIT পাশ এর সার্টিফিকেট থাকতে হবে ।
মোট শূন্যপদ– ৩ টি (UR)।
বয়সসীমা :
1) অফিস অ্যাসিস্ট্যান্ট Gr.- III ও 2)জুনিয়ার স্টেনোগ্রাফার এই দুই পদের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে।
3)টেকনিশিয়ান A কার্পেন্টার/ শীট মেটাল: এই পদের জন্যে আবেদনকারীর বয়স হতে হবেসর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

বেতন :
1)জুনিয়র স্টেনোগ্রাফার
মোট বেতন:- ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা।
2)জুনিয়র স্টেনোগ্রাফার
মোট বেতন :- ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে মাসিক বেতন হবে ৪০,১৬৭/- টাকা।
3)টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল)-
এই পদে বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে । অফলাইন এ আবেদন করতে পারবেন না
সরাসরি আবেদন করার জন্য নীচের এই ওয়েবসাইট লিঙ্ক টি তে ক্লিক করুন
www.ncsm.gov.in/recruitment

আবেদন করার মূল্য : এই পদ গুলোতে আবেদন করতে চাইলে ২০০/- টাকা করে জমা দিতে হবে । তবে তপশিলী জাতি, তপশিলী উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য কোনোরকমের আবেদন ফী জমা দিতে হবে না। আবেদন ফী জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking ইত্যাদি মাধ্যমে। অনলাইনে আবেদন ফী জমা দেওয়া যাবে আগামী ১১ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত।
আবেদনের তারিখঃ– Application Start Date- 15.06.2021 Last Date- 09.07.2021
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড

Related Articles

Back to top button