লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু নিশ্চিত নন আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে নাকি এখনো পেন্ডিং রয়েছে? শুধু তাই নয়—কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, তাও অনলাইনে চেক করতে পারবেন। রাজ্য সরকার এমন একটি পোর্টাল চালু করেছে, যেখানে আবেদনকারীরা খুব সহজেই তাদের আবেদনপত্রের বর্তমান স্থিতি (Status) জানতে পারবেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক—কিভাবে অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং টাকা জমা হয়েছে কিনা তা নিশ্চিত করবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা-বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ উপভোক্তারা বছরে মোট ১২,০০০ টাকা ও ১৪,৪০০ টাকা পর্যন্ত পান। এই অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, যাতে টাকা নেওয়ার জন্য কোথাও যেতে না হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। এই প্রকল্পে আবেদন সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হয়। এর জন্য দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে একই ক্যাম্পে জমা দিলেই আবেদন হয়ে যাবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন? এখন জানতে চান—আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিনা, অথবা আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে নাকি বাতিল? কিংবা আপনার আবেদন এখনো পেন্ডিং রয়েছে?
এই সব তথ্য এখন খুব সহজেই আপনি অনলাইনে চেক করতে পারবেন, হাতে থাকা স্মার্টফোন দিয়েই বাড়িতে বসে। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই জানা যাবে আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ও টাকা জমা হওয়ার তথ্য চেক করবেন—
১) সর্বপ্রথম আপনাকে socialsecurity.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Lakshmir Bhandar Portal লেখার নিচে থাকা Track Application লেখায় ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদনকারীর আধার কার্ড, মোবাইল নাম্বার, Application Id, স্বাস্থ্য সাথী কার্ড নং – যেকোনো একটি সিলেক্ট করে নিচে সেই নম্বর উল্লেখ করে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে আবেদনের ডিটেইলস চলে আসবে, এখন দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।
৫) আবেদন এপ্রুভ হলে নিচে দেখতে পারবেন ব্যাঙ্কের তথ্য, সেখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারের শেষের সংখ্যা। উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার টাকা জমা হচ্ছে। এছাড়াও কত মাসের কিস্তি ব্যাঙ্কে জমা হচ্ছে, সেটাও জানতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,২০০ টাকা করে প্রদান করেন। তেমনি সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ টাকা পাঠানো হয়।
এই অর্থ সরাসরি আবেদন করার সময় প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। তাই আবেদনকারীর জন্য জরুরি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের eKYC আপডেট রাখা। eKYC আপডেট করার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক লিংক – Lakshmi Bhandar Status Check Link:- Click Now


