ট্রেন্ডিং খবর

পশ্চিমবঙ্গে লকডাউন চলবে জুলাই পর্যন্ত,কি কি খোলা থাকবে ও বন্ধ থাকবে নতুন লিস্ট দেখুন Lockdown News Update Today Bengali. West Bengal Lockdown News Today Live. বুধবার থেকে কি কি খুলবে ও চলবে দেখুন, বাস, লোকাল ট্রেন, সিনেমা হল ইত্যাদি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গে বাড়িয়ে দেওয়া হল আজকে লকডাউনের বিধিনিষেধের সময়সীমা।আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলো যে, আগামী বুধবার থেকে অর্থাৎ ১৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। আগামী বুধবার থেকে রাজ্যে কি কি খোলা থাকবে ও কি কি বন্ধ থাকবেবতা আজকে জানিয়ে দিলেন। নিম্নে তা আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বুধবার থেকে লকডাউন বিধিনিষেধঃ বুধবার থেকে জুলাই পর্যন্ত লকডাউন বিধিনিষেধঃ কি কি খোলা থাকবে ও কি কি বন্ধ থাকবে দেখুনঃ-
১) ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে সরকারি অফিস গুলোতে।
২) বেসরকারি অফিসেও ২৫% কর্মী নিয়ে কাজ করা যাবে।
৩) সরকারি ও বেসরকারি অফিস গুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে।
৪) প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার,হাট, মুদির দোকান ইত্যাদি।
৫) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্য দোকানগুলো ও শপিং মল খোলা থাকবে।

৬) বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, পানশালা, হোটেল।
৭) রাজ্যে বুধবার থেকে জুলাই পর্যন্ত আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। নবান্ন থেকে আজকে জানালেন মুখ্যসচিব।
৮) পার্কে তাদেরকেই ঢুকতে দেওয়া হবে যারা করোনার টিকা নিয়েছে।
৯) প্রাতর্ভ্রমণে যেতে চাইলে অবশ্যই করোনা টিকাপ্রাপ্ত হতে হবে তবেই অনুমতি মিলবে।
১০) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।
১১) স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো, ট্যাক্সি,টোটো,নিজস্ব গাড়ি বা অন্য যানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।
১২) শ্যুটিং ইউনিট ৫০ জন শিল্পী নিয়ে কাজ করতে পারবেন।

১৩) আগের নিয়মেই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
১৪) খেলাধুলার জন্য স্টেডিয়াম খোলা যাবে,তবে তা দর্শকশূন্য হতে হবে। তবে বন্ধ থাকছে জিম, স্পা,সুইমিংপুল ইত্যাদি।
১৫) অবশেষে বুধবার থেকে রাজ্যে খুলছে শপিং মল।তবে শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে।পাশাপাশি ২৫% কর্মী নিয়ে শপিংমল খুলতে হবে।
১৬) বুধবার থেকে শপিংমলের পাশাপাশি রেস্তরাঁ, বার, হোটেল খুলতে পারবেন, তবে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে সেখানে।
১৭) সিনেমা হলে, জিম ইত্যাদি আগের মতোই বন্ধ থাকবে।
১৮) রাত ৯ টার পর থেকে সকাল ৫ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে বেড়ানো নিষেধ রয়েছে।

Related Articles

Back to top button