LPG Gas eKYC Online: গ্যাসের সঙ্গে আধার লিংক পদ্ধতি অনলাইন,তাড়াতাড়ি করুন এই কাজ!
বাড়িতে যদি আপনার LPG Gas থাকে,তাহলে অবশ্যই আপনার LPG Gas এর eKYC করে রাখতে হবে। ভর্তুকির টাকা পেতে কিংবা ভবিষ্যতে কোনো সুবিধা পেতে যাতে কোনোরকম অসুবিধে না হয়, এরজন্য অবশ্যই LPG Gas Aadhaar eKYC করতে হবে। আপনি সহজেই আপনার গ্যাস কানেকশনের সঙ্গে আধার eKYC কিংবা LPG Gas Aadhaar Link করতে পারবেন অনলাইনে।
HP Gas কিংবা Bharat Gas বা Indane Gas সমস্ত গ্যাসের সঙ্গে eKYC করতে হবে। নিচের কয়েকটি ধাপ ফলো করে সহজেই গ্যাসের সঙ্গে আধার কার্ড লিংক করে ফেলুন।
HP Gas Aasha e-KYC Online / LPG Gas eKYC Online Bengali
১) প্রথমে আপনাকে MY LPG এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে আসুন।
২) এরপর আপনার যে কোম্পানির গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারপর উপরে ক্লিক করুন। হোম পেজে আপনি ৩টি গ্যাস সিলিন্ডার-ই দেখতে পারবেন।
৩) এরপর পরবর্তী পেজে ডানদিকে উপরে New User এর উপরে ক্লিক করুন।
৪) যদি আপনার কাছে 17 সংখ্যার LPG Id নাম্বার মনে থাকে তাহলে তা উল্লেখ করুন, নয়তো রাজ্য,জেলা,গ্যাস অফিস ও কনজিউমার নাম্বার ও নিচে রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Proceed এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে সাবমিট এ ক্লিক করুন।
৬) পরবর্তী ধাপে একটি জিমেইল আইডি উল্লেখ করুন ও নিচে পছন্দমতো পাসওয়ার্ড উল্লেখ করে সাবমিট এ ক্লিক করুন।
৭) এরপর আপনার উল্লেখ করা জিমেইল এ গ্যাস কোম্পানির তরফ থেকে Verify Gmail আসবে,সেই লিংকে ক্লিক করে Id Active করুন। এই পর্যন্ত আইডি তৈরি করার কাজ।
৮) এখন আবারও হোম পেজে এসে,এখন New User এ ক্লিক না করে Sign In এ ক্লিক করুন।
৯) পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা জিমেইল আইডি উল্লেখ করে Log In করুন।
১০) এরপর পরবর্তী পেজে পাসওয়ার্ড উল্লেখ করে Log In এ ক্লিক করলেই, আপনার সামনে Dashboard চলে আসবে।
১১) এরপর হোম পেজের বাঁদিকে থাকা Customer Console এ থাকা Aadhaar Authentication এ ক্লিক করুন।
১২) পরবর্তী পেজে একটি ফর্ম আসবে, সেখানে টিক মার্ক দিন ও নিচে ক্যাপচার কোর্ড উল্লেখ করে Generate OTP তে ক্লিক করুন।
১৩) আপনার আধার কার্ডের সঙ্গে থাকা মোবাইল নাম্বারে OTP আসবে,তা উল্লেখ করে Authenticate এ ক্লিক করুন। তাইলেই আপনার Aadhaar Card Gas Connection এর সঙ্গে eKYC হয়ে যাবে।
Website Link:- Click