ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের হাত ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। সম্প্রতি তিন দিন আগে তিনি তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর হওয়ার দায়িত্ব পান। কিন্তু সেই দায়িত্ব হাতে নেওয়ার আগেই, আজ শনিবার মৌসম আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন।
বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ফাটল তৃণমূলে ৷ মালদহ মানেই গনি খান চৌধূরির দীর্ঘদিনের কংগ্রেসের ঐতিহ্য ৷ সেই ঐতিহ্য ধরে রাখতে ঘরে ফিরলেন গনি খানের ভাগ্নি সাংসদ মৌসম।
দিল্লির কংগ্রেস সদর দপ্তরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করতে গিয়েছিলেন রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নূর। এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ, মৌসমের দাদা ঈশা খান চৌধুরী।
প্রসঙ্গত, মৌসম বেনজির নূর ২০০৯ সালে কংগ্রেসের প্রতীক চিহ্নে মালদহ উত্তর কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালে সেই প্রতীকেই আবারও জয় লাভ করেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মালদহ উত্তর হাতছাড়া হয় তার। ওই নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে বিজেপির খগেন মুর্মু জয়ী হন। এছাড়াও মৌসম বেনজির নূর পশ্চিমবঙ্গ মহিলা কমিশন হল পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য, তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সোমবার রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।

