১০০ দিনের কাজের দেখাশোনা করার জন্য রাজ্যে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। নিয়োগ করা হচ্ছে MGNREGA এর অধিনে গ্রাম রোজগার সহায়ক পদে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– গ্রাম রোজগার সহায়ক পদ(Gram Rojgar Sahayak)
শিক্ষাগত যোগ্যতাঃ– কমপক্ষে ৫৫% নাম্বার নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। অথবা যারা ভোকেশনাল রয়েছে তারাও আবেদন করতে পারবেন, বিষয় থাকতে হবে পদার্থবিদ্যা ও গনিত। পাশাপাশি ৬ মাসের কম্পিউটার কোর্স লাগবে।
শূন্যপদঃ– ১টি
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– গ্রাম রোজগার সহায়ক পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১২ হাজার টাকা করে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্মে।সাথে আবেদন ফর্ম, বয়সের প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতা,কম্পিউটার সার্টিফিকেট, আপনি স্থানীয় এলাকায় বসবাস করেন কিনা তার প্রমাণ(ভোটার কার্ড ও আধার কার্ড) জেরক্স করে একটি মুখবন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় কিংবা আপনি গিয়েও ড্রপ বক্সে জমা করে আসতে পারেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– The Block Development Officer & Programme Officer(M.G.N.R.E.G.A) Singur Dev Block, Singur, Hooghly.
আবেদনের শেষ তারিখঃ– আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের- ১৭/০৭/২০২১ বিকেল ৪ টার মধ্যে।
আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ-