রাজ্যে রেশমশিল্পে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ পঞ্চম শ্রেণি পাশে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে রেশমশিল্প দপ্তরে। ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র পঞ্চম শ্রেণি পাশ যোগ্যতায়। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত আলোচনা করা হলো নিম্নে…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– নিয়োগ করা হচ্ছে রেশম দপ্তরে গ্রুপ ডি পদেৃ
শূন্যপদঃ– ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন।

বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করা হবে ০১/০৭/২০২২ তারিখ অনুযায়ী।

কাজের দক্ষতার মানঃ– মাঠের যেকোনো কাজ জানা থাকতে হবে যেমন কোদাল দিয়ে মাটি খোঁড়া, গাছ ছাটাই, পশু পালন, রেশম বীজের উৎপাদন, সেঁচ দেওয়া সহ ইত্যাদি কাজ জানতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনের। নিচে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ– উপ- অধিকর্তা রেশমশিল্প দপ্তর, ১ নং ক্যান্টনমেন্ট রোড, পোস্ট- বহরমপুর, জেলা- মুর্শিদাবাদ, পিন- ৭৪২১০১

ডকুমেন্টসঃ
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। (৫ কিঃমিঃ মধ্যে)। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধন দ্বারা প্রদত্ত হতে হবে।

শেষ তারিখঃ– ০৩/০৮/২০২২ তারিখ বিকাল ৪ টার মধ্যে আবেদন পত্র স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে জমা করতে হবে উল্লেখিত ঠিকানায়।

ওয়েবসাইট লিংকঃClick
আবেদনপত্র ডাউনলোড লিংকঃDownload

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related News