স্কলারশিপ

(NSP Scholarship) ন্যাশনাল স্কলারশিপ 2022 অনলাইন আবেদন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হল One Stop Solution, যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা তাদের আবেদন, আবেদন রসিদ, প্রক্রিয়াকরণ, অনুমোদন এবং বিভিন্ন স্কলারশিপ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা একটি পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন। স্কলারশিপে আবেদন করা পড়ুয়ারা কোনোরকম ঝামেলা ছাড়াই তাদের টাকা সরাসরি একাউন্টে পেয়ে যাবেন। আর এই পোর্টাল এর নাম দেওয়া হয়েছে (National Scholarship 2022-23)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NSP Scholarship 2022-23 বর্ষের অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এই পোর্টালে বিভিন্ন স্কলারশিপ এর জন্য। এটি কেন্দ্রীয় সরকারের একটি স্কলারশিপ পোর্টাল।

National Scholarship Portal 2022-23 এ ক্লাস ১(প্রথম) থেকে শুরু করে PH.D পর্যন্ত প্রত্যেক ছাত্র ছাত্রী আবেদন করতে পারবেন। SC/ST/OBC/GEN সব ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

ন্যাশনাল স্কলারশিপ আবেদন পদ্ধতি(National Scholarship 2022-23 Apply) :-

ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য NSP Scholarship Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

১) প্রথমে আপনাকে National Scholarship Portal এর ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর আপনাকে New User Register এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে।

৩) রেজিষ্ট্রেশন করার সময় আপনার রাজ্যের নাম,আপনার নাম,মোবাইল নাম্বার, জন্ম তারিখ, একাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৪) রেজিষ্ট্রেশন করার পর আপনি একটি রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি ও পাসওয়ার্ড পাবেন।সেটি দিয়ে আপনাকে Login To Apply এ ক্লিক করে লগইন করতে হবে।

৫) এরপর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে।আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করে সাবমিটে ক্লিক করলে আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে।

৬) এরপর আপনাকে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে, বাবার নাম,মায়ের নাম,শিক্ষাপ্রতিষ্ঠানের নাম,কবে পরীক্ষা দিয়েছেন, কত% নাম্বার পেয়েছেন ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।

৭ ) পরবর্তী পেজে আপনাকে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে।এরপর ফাইনাল সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে।

ন্যাশনাল স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে(National Scholarship Apply Documents):-

১) একটি মোবাইল নাম্বার লাগবে,ওটিপি এর জন্য।
২) একটি জিমেইল আইডি লাহবে ওটিপি এর জন্য।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে।
৪) আধার কার্ড লাগবে।
৫) শেষ পরীক্ষার মার্কশীট লাগবে।
৬) স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তির রিসিভ কপি লাগবে।
৭) SC/ST/OBC সার্টিফিকেট থাকলে লাগবে।
৮) আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কি না তার জন্য Domicile Certificate লাগবে।
৯) ইনকাম সার্টিফিকেট লাগবে।
১০) পাসপোর্ট সাইজের ফটো লাগবে।
১১) বয়সের প্রমাণপত্র লাগবে।

National Scholarship Portal এ ৩ রকমের ফর্ম ফিলাপ করা যায়-

১) Pre Matric Scholarship Scheme
২) Post Matric Scholarship Scheme
৩)Merti Cum Means Scholarship

Pre Matric Scholarship:- এই স্কলারশিপ ক্লাস ১(প্রথম শ্রেণি) থেকে মাধ্যমিক পর্যন্ত পড়ুয়াদের জন্য।

Post Matric Scholarship/ Mert Cum Means Scholarship/Top Class Scholarship :– এই স্কলারশিপ ক্লাস ১১,১২ থেকে শুরু করে ITI, B.SC, B. Com., B. Tech, Medical /students studying top level colleges such as IITs and IIMs/ students doing Technical and Professional courses etc পড়ুয়াদের জন্য।

স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই কমপক্ষে ৫০% নাম্বার পেতো হবে ছাত্র ছাত্রীদের।

National Scholarship Portal 2022-23 Online Apply Link:Apply

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ও স্কলারশিপ সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে ফোন নাম্বার করুন:- 0120 661 9540

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button