মাধ্যমিক পাশে রেলে চাকরি, পরীক্ষা ছাড়াই। আবেদন চলবে ১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Railway Recruitment 2021: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাপ্রেন্টিসশিপের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। ট্রেন অ্যাপ্রেন্টিসের জন্য ১,৬০০-র বেশি শুন্যপদে নিয়োগ করা হবে। কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে, দেখুন বিস্তারিত…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শূন্যপদঃ– ১,৬৬৪টি।
বয়সঃ– ১৫ থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে।বসয় ধরা হবে ১ ডিসেম্বর ২০২১ এর হিসাবে। সংরক্ষণ প্রার্থীরা বয়সের ছাড় পাবেন SC/ST-5 বছর আর OBC -3 বছর আর PWD 10 বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ– প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে কিংবা উচ্চ মাধ্যমিক পাশ থাকলেও আবেদন করতে পারবেন। এরজন্য কমপক্ষে ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। আবেদন লিংক নিচে দেওয়া হলো…

আবেদন ফিঃ- আবেদন ফি ১০০ টাকা করে লাগবে। আর সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

আবেদন শুরু হবেঃ– ০২/১১/২০২১ থেকে আর শেষ হবে ০১/১২/২০২১ পর্যন্ত।

Website link:- ক্লিক করুন 

Application Form Download Link:- ডাউনলোড

Related News