চাকরি

রাজ্যে গ্রুপ ডি পদে চাকরি,অষ্টম শ্রেণী পাশে ১৭ হাজার টাকা মাসে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের চাকুরীপ প্রার্থীেদের জন্য সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর দম দম মিউনিসিপ্যালিটি -তে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন। শুধু তাই নয় ভারতীয় প্রত্যেক নাগরিক আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি নাম্বারঃ- NDDM/ ESTT/ 4517

যে সমস্ত পদে নিয়োগ করা হবে তা হলোঃ- মজদুর পদ, পিওন পদ, হেল্পার পদ, এম্বুলেন্স এটেনডেন্ট পদ ও জিডিএ (GDA) পদ।
মোট শূন্যপদের সংখ্যাঃ মোট শূন্যপদ ৬০ টি।

পদের নাম- মজদুর।
মেট শূন্যপদ- 37 টি [UR- 8, UR (EC)- 7, UR (PWD)- 1, UR (MSP)- 1, SC- 4, SC (EC)- 4, SC (EXSM)- 1, ST- 1, ST (SC)- 1, ST (EXSM)- 1, OBC A- 1, OBC A (EXSM)- 1, OBC B- 1, OBC B (EC)- 1, OBC B (EXSM)- 1].
বেতন– প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স– বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন SC,ST-5 বছর ও OBC – 3 বছর ছাড় পাবেন।

পদের নাম- পিওন।
শূন্যপদ– 9 টি [UR- 1, UR (EC)- 1, UR (EXSM)- 1, UR (PWD)- 1, SC- 1, SC (EC)- 1, ST- 1, OBC A- 1, OBC B- 1].
বেতন– প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা– মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স– বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন SC,ST-5 বছর ও OBC – 3 বছর ছাড় পাবেন।

পদের নাম- হেল্পার।
শূন্যপদ– 9 টি [UR- 1, UR (EC)- 1, UR (EXSM)- 1, UR (PWD)- 1, SC- 1, SC (EC)- 1, ST- 1, OBC A- 1, OBC B- 1].
বেতন– প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স– বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন SC,ST-5 বছর ও OBC – 3 বছর ছাড় পাবেন।

পদের নাম- অ্যাম্বুলেন্স এটেনডেন্ট
শূন্যপদ– 1 টি (UR)
বেতন– প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স– বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন SC,ST-5 বছর ও OBC – 3 বছর ছাড় পাবেন।

পদের নাম- জিডিএ (GDA).
শূন্যপদ– 4 টি [UR- 1, UR (EC)- 1, SC- 1, ST- 1].
বেতন– প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা করে দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা– মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বয়স- বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন SC,ST-5 বছর ও OBC – 3 বছর ছাড় পাবেন।

সমস্ত পদে বয়স হিসাব করবেন ০১/০১/২০২১ তারিখের হিসাবে।

আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে “Application for the post of ……………………” (যে পদে আবেদন করবেন ওই পদের নাম)।

আবেদনের শেষ তারিখঃ– ৩০ অক্টোবর ২০২১ বিকেল ৪ টা।
আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The chairperson, Board of administrator, North dumdum municipality, 163, M.B. Road, Birati, Kolkata- 700051.

 

আবেদন ফিঃ
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ২৫০ টাকা। এবং এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে “chairman, North dumdum municipality, Payable at Kolkata” -এর অধীনে। ব্যাংক ড্রাফটের রিসিভ কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

Official Notice: Download Now


Application form: Download Now
Official Website: Click Here

Related Articles

Back to top button